Wednesday, August 20, 2025

দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে হামাস প্রধানের মৃত্যুর খবরের গুঞ্জন মধ্যপ্রাচ্যে। ইজরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ের (Ismail Haniyeh) মৃত্যুর হওয়ার খবর ছড়াতেই ফুঁসতে শুরু করেছে হেজবুল্লা থেকে রাশিয়া। একদিকে হামাসের (Hamas) পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনও রক্ত বিফলে যাবে না। অন্যদিকে রাশিয়া দাবি করেছে এই রাজনৈতিক হত্যা মেনে নেওয়া যায় না।

ইজরায়েলি কড়া অনুসন্ধান অভিযানে ইরানের তেহরানে নিজের বাসস্থানেই মৃত্যু হয়েছে ইসমাইল হানিয়ের, দাবি করেছে হামাস। এমনকি বিশ্বাসঘাতকতা করা মারারও দাবি করা হয়েছে। আর এই হত্যার পরেই ফের সংগঠিত হওয়া শুরু করেছে মধ্য প্রাচ্যের মৌলবাদী জঙ্গি সংগঠনগুলি। হেজবোল্লার পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হত্যায় প্রতিরোধবাহিনীর দৃঢ়তা ও প্রত্যয় আরও বাড়বে। তারা আরও সংগঠিত হয়ে নৃশংস হামলার জন্য মানসিক জোর পাবে। হামাসের নিহতদের নিজেদের ভাই হিসাবে দাবি করেছে তারা। নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে হুথি জঙ্গিরাও।

হানিয়ের মৃত্যুর হলেও তার দেহ উদ্ধার করতে পারেনি ইজরায়েলি বাহিনী। একদিকে হন্যে হয়ে দেহ খুঁজছে ইজরায়েলি বাহিনী। অন্যদিকে টেল আভিভের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে তেহরান থেকে বেইরুটের ইজরায়েলিদের জন্য। এই হত্যার পরে তাঁদের উপর প্রতিহিংসার আগুন নেমে আসতে পারে বলে সন্দেহ করা হয়েছে।

বিশ্বের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে হানিয়ের মৃত্যু। একদিকে আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস দাবি করেছেন ইজরায়েলের নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার রয়েছে। অন্যদিকে রাশিয়া নিন্দা করেছে এই হত্যার। মধ্যপ্রাচ্যের শক্তিগুলির দাবি, এই হত্যায় ইজরায়েলে শান্তি প্রস্তাবের রাস্তা আরও আটকে গেল। কাতারের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে এই ঘটনার।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version