Sunday, May 4, 2025

দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে হামাস প্রধানের মৃত্যুর খবরের গুঞ্জন মধ্যপ্রাচ্যে। ইজরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ের (Ismail Haniyeh) মৃত্যুর হওয়ার খবর ছড়াতেই ফুঁসতে শুরু করেছে হেজবুল্লা থেকে রাশিয়া। একদিকে হামাসের (Hamas) পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনও রক্ত বিফলে যাবে না। অন্যদিকে রাশিয়া দাবি করেছে এই রাজনৈতিক হত্যা মেনে নেওয়া যায় না।

ইজরায়েলি কড়া অনুসন্ধান অভিযানে ইরানের তেহরানে নিজের বাসস্থানেই মৃত্যু হয়েছে ইসমাইল হানিয়ের, দাবি করেছে হামাস। এমনকি বিশ্বাসঘাতকতা করা মারারও দাবি করা হয়েছে। আর এই হত্যার পরেই ফের সংগঠিত হওয়া শুরু করেছে মধ্য প্রাচ্যের মৌলবাদী জঙ্গি সংগঠনগুলি। হেজবোল্লার পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হত্যায় প্রতিরোধবাহিনীর দৃঢ়তা ও প্রত্যয় আরও বাড়বে। তারা আরও সংগঠিত হয়ে নৃশংস হামলার জন্য মানসিক জোর পাবে। হামাসের নিহতদের নিজেদের ভাই হিসাবে দাবি করেছে তারা। নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে হুথি জঙ্গিরাও।

হানিয়ের মৃত্যুর হলেও তার দেহ উদ্ধার করতে পারেনি ইজরায়েলি বাহিনী। একদিকে হন্যে হয়ে দেহ খুঁজছে ইজরায়েলি বাহিনী। অন্যদিকে টেল আভিভের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে তেহরান থেকে বেইরুটের ইজরায়েলিদের জন্য। এই হত্যার পরে তাঁদের উপর প্রতিহিংসার আগুন নেমে আসতে পারে বলে সন্দেহ করা হয়েছে।

বিশ্বের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে হানিয়ের মৃত্যু। একদিকে আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস দাবি করেছেন ইজরায়েলের নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার রয়েছে। অন্যদিকে রাশিয়া নিন্দা করেছে এই হত্যার। মধ্যপ্রাচ্যের শক্তিগুলির দাবি, এই হত্যায় ইজরায়েলে শান্তি প্রস্তাবের রাস্তা আরও আটকে গেল। কাতারের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে এই ঘটনার।

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version