ফের টার্গেট সোনার দোকান। এবার ঘটনা মধ্যমগ্রামে। সেনাকর্মীর পরিচয় দিয়ে ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনা ছিনতাইয়ের অভিযোগ। বাইকে চড়ে দুই দুষ্কৃতী এসেছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। বাধা দিতে গেলে পাশের দোকানের কর্মী আক্রান্ত হন। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজ্যের বুকে একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। পুরুলিয়া, রানাঘাট, আসানসোল, ডোমজুড়ের পর এবার মধ্যমগ্রামেও প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন হেলমেট মাথায় দিয়ে বাইকে করে দুষ্কৃতীরা এসে সোনার হার দেখার নামে দোকানের কর্মচারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। একটু অন্যমনস্ক হতে সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। যদিও কারোর হাতে কোন অস্ত্র ছিল না বলেই দাবি স্থানীয়দের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে পুলিশ।
