Saturday, November 8, 2025

জট কাটিয়ে পুরনো ছন্দে টলিপাড়া, শুরু সিরিয়াল- ওটিটির শ্যুটিং

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপে টলিপাড়ার কালো মেঘ কেটে গেছে। বুধের সকালে শহরের আকাশ মেঘলা হলেও সিনেপাড়ার মেজাজ ঝলমলে। এদিন টেকনিশিয়ানস স্টুডিওতে (Technicians Studio)ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’- এর শ্যুটিং শুরু হয়েছে। আজ জি বাংলার সারেগামাপা রিয়্যালিটি শোয়েরও শুটিং হওয়ার কথা আছে। ভারতলক্ষ্মী স্টুডিওতে (Bharatlaxmi Studio) শ্যুটিং সারলেন কাঞ্চন মল্লিক। বিভিন্ন ফ্লোরে ওটিটির কাজও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও আজ সিনেমার কোনও কাজ হবে কীনা তা নিশ্চিত নয়। এনটিওয়ান স্টুডিওতে আজ কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্যের তত্ত্বাবধানে মহালয়ার বিশেষ শ্যুটিংও শুরু হল।

গত কয়েকদিন ধরে বাংলা বিনোদন জগতে যে অচলাবস্থা শুরু হয়েছিল মঙ্গলবার রাতেই তার যবনিকা পতনের ইঙ্গিত মিলেছিল। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee)উপর নিষেধাজ্ঞা নিয়ে তৈরি হওয়া জটিলতা থেকে পরিচালকদের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়ে তালা পড়েছিল টলিপাড়ায়। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী স্বয়ং উদ্যোগ নেন। মঙ্গলবার বিকেল নাগাদ নবান্নে পৌঁছে এক বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় (Prosenjit Chatterjee), দেব ও গৌতম ঘোষ। যেখানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাসও। সেখানেই সিদ্ধান্ত হয় যে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। রাতের সাংবাদিক বৈঠকে এইকথা জানান সাংসদ – অভিনেতা দেব (Dev)। পরিচালকদের তরফে গৌতম ঘোষ (Goutam Ghosh)জানান, শ্যুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশন গিল্ডের মধ্যে সমস্যা মিটে যাওয়ার মঙ্গলের রাতেই টেকনিশিয়ান স্টুডিওতে মিষ্টি বিতরণ শুরু হয়। আর বুধের সকাল থেকেই লাইট- ক্যামেরা- অ্যাকশনের চেনা ছবি সিনেপাড়ায়।


spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...