Saturday, January 10, 2026

অলিম্পিক্সে বেলজিয়ামের কাছে হার ভারতের, কোয়ার্টার ফাইনালে কি পৌঁছাবে হরমনপ্রীতরা ?

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারল ভারতীয় হকি দল। টিম ইন্ডিয়ার হয়ে একমাত্র গোলটি করেন অভিষেক। ম্যাচে এদিন দুরন্ত লড়াই করেন হরমনপ্রীত সিং, পিআর শ্রীজেশরা। তবে ম্যাচ হারলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে সমস্যা নেই ভারতীয় দলের। কারণ প্রথম তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ভারত আগেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে।

বৃহস্পতিবার অলিম্পিক্সের চতুর্থ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামে টিম ইন্ডিয়া। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে গোল করে ১-০ গোলে লিড নেয় ভারতীয় দল। তবে তৃতীয় কোয়ার্টারে ২টি গোল হজম করে শ্রীজেশরা। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার আদায় করেও ম্যাচে সমতা ফেরানো সম্ভব হয়নি টিম ইন্ডিয়ার পক্ষে। ফলে ১-২ গোলে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় ভারতকে।

ম্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। প্রথম কোয়ার্টারে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু’দল। তবে দ্বিতীয় কোয়ার্টারে শুরুতেই এগিয়ে যায় ভারত। বেলজিয়ামের খেলোয়াড় ডে স্লুভারের ভুল কাজে লাগায় টিম ইন্ডিয়া। ডে স্লুভারের পাস করেন। অভিষেক বল পেয়ে বেলজিয়ামের বৃত্তে ঢুকে শটে গোল করেন। এবারের অলিম্পিক্স হকিতে এটাই ভারতের প্রথম ফিল্ড গোল। গোল পেয়ে আরও বেশি ধারালো হয়ে ওঠে ভারত। তবে এরপরই আরও আক্রমনাত্মক হয়ে ওঠে বেলজিয়াম। তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরায় তারা। ৩৩ মিনিটে থিবিউ স্টকব্রোক্সের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় বেলজিয়াম। ৪৪ মিনিটের মাথায় বেলজিয়ামের হয়ে জয়সূচক গোল করেন জন-জন ডোমেনে। বেলজিয়ামও আগেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। তবে ভারতের বিরুদ্ধে এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে তারা। গ্রুপে ভারতের লড়াই বাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। শুক্রবার অজিদের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- কেক কেটে , পতকা উত্তোলন করে শুরু ইস্টবেঙ্গল দিবস, সন্ধ্যায় সৌরভের হাতে তুলে দেওয়া হবে ‘ভারত গৌরব’ সম্মান


spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...