র্যাগিংকাণ্ড নিয়ে মুখ পুড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মতো একটি এলিট ক্লাস শিক্ষা প্রতিষ্ঠানের। গতবছর মেইন হস্টেলে র্যাগিং-এর জেরে প্রথম বর্ষের একছাত্রের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য সতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়ার, তাই তাই নিচ্ছে কর্তৃপক্ষ। এবার প্রথম বর্ষের আলাদা ছাত্রাবাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

আজ, বৃহস্পতিবার প্রথম বর্ষের নবাগতেরা যাদবপুরে আসার দিনেই পড়ুয়াদের জন্য স্বস্তির খবর! নবীন বরণের আবহে এই নবাগতদের ভরসা জোগাতে এবং বৃহত্তর সমাজের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সদর্থক ভাবমূর্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুরের বহু দিনের চাহিদা মতো প্রথম বর্ষের ছাত্রদের জন্য স্বতন্ত্র ছাত্রাবাস বা তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

ইউজিসি-র সুপারিশ অনুযায়ী, যাদবপুরকে প্রথম বর্ষের ছাত্রদের আলাদা ছাত্রাবাসে রাখার কথা আগেই বলা হয়েছিল। গতবছর মেইন হস্টেলে র্যাগিংয়ের ঘটনায় নদিয়া থেকে আসা বাংলা বিভাগের এক ছাত্রের মৃত্যু ঘটে, যাদবপুরের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে গোটা দেশের শিক্ষা মহলে । তখন প্রথম বর্ষের ছাত্রদের আলাদা হস্টেলের সংস্থান করতে কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়েও অভিযোগের আঙুল ওঠে। এর ঠিক এক বছরের মধ্যেই নতুন হস্টেল হল যাদবপুরে।

বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস রজত রায় জানিয়েছেন, ২০২৪-এ স্নাতক স্তরে ভর্তি হওয়া নবাগত এবং তাঁদের অভিভাবকদের আর দুশ্চিন্তা করতে হবে না। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই প্রথম বর্ষ আলাদা হস্টেলে থাকবে। তাঁর কথায়, ‘‘ঠিক হয়েছে, ক্যাম্পাসের ভিতরে ওল্ড পিজি এবং নিউ ব্লক হস্টেলেই থাকবে প্রথম বর্ষ। প্রথমটিতে ৯০ জন এবং দ্বিতীয়টিতে ৭০ জন ছাত্রের থাকার ব্যবস্থা। হস্টেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। হস্টেলের সুপার ছাত্রাবাসেই থাকবেন। এবং যাদবপুরের ক্যাম্পাসের আবাসনের বাসিন্দা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক দিগন্ত সাহা প্রথম বর্ষের ছাত্রদের হস্টেলের ওয়ার্ডেনের দায়িত্বও পালন করবেন।’’

আরও পড়ুন:রেল দুর্ভোগ এখন যাত্রীদের নিত্যসঙ্গী, এবার বিপত্তি শিয়ালদা-বনগাঁ শাখায়!
