Tuesday, November 4, 2025

বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) জন্মদিন। ঘটা করে বিধানসভায় পালনও করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু তার আগেই শুভেচ্ছা জানিয়ে বাজিমাৎ করলেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার, বিধাননগর আদালত চত্বরে দেখা হতেই প্রথমে সৌজন্য় বিনিময় ও পরে দিলীপকে জন্মদিনের শুভেচ্ছা জানান আরেক ঘোষ কুণাল।

সল্টলেকের MP-MLA কোর্টে মামলার কারণে আইনজীবী অয়ন চক্রবর্তীকে নিয়ে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। অন্য এজলাসে ২০১৯-এর একটি মামলার শুনানি ছিল দিলীপ ঘোষের। বিচারক ছিলেন না বলে ওই মামলাটি পিছিয়ে যায়। সেই সময়ই দুজনের মুখোমুখি সাক্ষাৎ হন কুণাল-দিলীপ। দেখা হতেই দিলীপের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তৃণমূল (TMC) নেতা। এই সময়ই তিনি জানতে পারেন আজ বিজেপি (BJP) নেতার জন্মদিন। সঙ্গে সঙ্গেই হাত বাড়িয়ে দিলীপকে জন্মদিনের শুভেচ্ছা জানান কুণাল। বলেন, খুব ভালো থাকবেন।

বিধাননগর আদালত থেকেই বিধানসভায় যান দিলীপ ঘোষ। সেখানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া রাজনীতির অন্দরের সমীকরণ যাই হোক, দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষ্যে একটি ঐক্যের ছবি ধরা পড়ল বিধানসভার বিরোধী দলনেতার ঘরে। দিলীপ যেতেই তাঁকে লাল গোলাপের তোড়া দিয়ে স্বাগত জানান শুভেন্দু। পরিয়ে দেওয়া হয় গেরুয়া উত্তরীয়। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কালাকাঁদ খাইয়ে দেন শুভেন্দু।

তবে, এদিন শুভেন্দুর আগেই দিলীপকে শুভেচ্ছা জানিয়ে দিনের সেরা ফ্রেম তৈরি করে দেন কুণাল ঘোষই। বিজেপির জন্মদিন পালনের আগেই ভাইরাল হয়ে যায় দিলীপ-কুণালের হাতে হাত ধরা ছবি। রাজনৈতিক মহলের রসিকতা, দিলীপের জন্মদিনেও শুভেন্দুকে জমি ছাড়লেন না কুণাল।






Related articles

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...

নাম নেই বিশ্বকাপজয়ী অধিনায়কের, আইসিসির সেরা একাদশে স্থান পেলেন কারা?

মহিলাদের বিশ্বকাপে (Women World Cup) আইসিসির (ICC) সেরা একাদশে স্থান পেলেন তিন ভারতীয়। যদিও নাম  নেই বিশ্বকাপজয়ী অধিনায়ক...

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...
Exit mobile version