কেন্দ্রের নতুন তিন ফৌজদারি আইন পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করছে রাজ্য সরকার (State Government) গঠিত কমিটি। তাদের রিপোর্ট পাওয়ার পরেই সরকার এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক (Maloy Ghatak)। বৃহস্পতিবার, বিধানসভায় (Assembly) নতুন তিন ফৌজদারি আইন সংশোধনের দাবিতে আনা সরকারি প্রস্তাবের উপর আলোচনার শেষে জবাবি ভাষণ আইনমন্ত্রী জানান, নতুন তিন ফৌজদারি আইন ঔপনিবেশিক বিচার ব্যবস্থা থেকে মুক্তি দেবে বলে দাবি করা হচ্ছে। অথচ নতুন ৩ আইনের অধিকাংশ ধারাই পুরনো আইপিসি থেকে হুবহু নকল করা হয়েছে। বরং বেশ কিছু দমনমূলক ধারা ঔপনিবেশিক শাসকদেরও ছাপিয়ে গিয়েছে।