Thursday, January 15, 2026

তদন্তে অসহযোগিতার অভিযোগ! ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির জালে আনিসুর-আলিফ

Date:

Share post:

সিজিও কমপ্লেক্সে (CGO Complex ) বৃহস্পতিবার হাজিরা দিতে গিয়েছিলেন। টানা ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর একেবারে মধ্যরাতে রেশন বন্টন মামলায় দেগঙ্গার বাসিন্দা আনিসুর রহমান (Anisur Rahaman)এবং তাঁর ভাই আলিফ নুর (Alif Noor) ওরফে মুকুল রহমানকে গ্রেফতার করল ইডি (Enforcement Directorate)। শুক্রবার দুজনকে আদালতে হাজির করানো হবে বলে খবর। শেষ পাওয়া খবর ইতিমধ্যেই তাঁদের দুজনকে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই মামলায় আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানরা‌। এবার আনিসুর এবং বাকিবুরের আত্মীয় আলিফকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তে অসহযোগিতার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে দুজনকে, এমনটাই সূত্রের খবর।

বৃহস্পতিবার সকালেই নির্দেশ মেনে দু’জন সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন। সঙ্গে কিছু নথিও নিয়ে আসেন। এরপর টানা ১৪ ঘণ্টা জেরার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে দুজনকে গ্ৰেফতার করে ইডি। তবে বৃহস্পতিবার আনিসুর ও আলিফ ইডির দফতরে ঢোকার সময় সাংবাদিকেরা নথি সম্পর্কে প্রশ্ন করলে দুজনেই কিছু বলতে চাননি। তাঁদের জ্যোতিপ্রিয়, বারিক বিশ্বাসের কথা জিজ্ঞাসা করলেও, সেই সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান দুজনে। রেশন বন্টন মামলায় মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। দেগঙ্গায় আলিফের বাড়ি ও চালকলেও তল্লাশি চালানো হয়। প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি চলে। ১৩ লক্ষ টাকা উদ্ধার করে ইডি , বেশ কিছু নথি ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করে নিয়ে আসে। এরপরই জেরার জন্য আনিসুর রহমান ও আলিফ নুরকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল।

এদিকে, শুক্রবার ইডি দফতরে জেরার জন্য তলব করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকেও। মঙ্গলবার বারিকের রাজারহাটের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তাঁর বাড়ি থেকে একাধিক নথি উদ্ধার করা হয়। সেই নথিতেই দুবাইয়ের একাধিক সম্পত্তির খোঁজ মেলে।


spot_img

Related articles

যুদ্ধকালীন পরিস্থিতি ইরানে, আকাশসীমা বন্ধ খামেনেইয়ের দেশের!

একদিকে দেশজুড়ে বিক্ষোভ অন্যদিকে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চোখরাঙানি- দুয়ের জেরে পিছু হটতে বাধ্য হলো ইরান (Iran)!...

আজ উত্তরবঙ্গ সফরে মমতা, শিলান্যাস করবেন মহাকাল মন্দিরের

বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরে দমদম বিমানবন্দর (NSCBI Airport) থেকে তিনি বাগডোগরার...

আজ নন্দীগ্রামে সেবাশ্রয়ের উদ্বোধন, মডেল ক্যাম্প পরিদর্শন করবেন অভিষেক 

ডায়মন্ড হারবারের পর এবার নন্দীগ্রাম (Nandigram)। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয়...

ধর্মঘটের জেরে টানা ৪ দিন বন্ধ ব্যাংক পরিষেবা

বৈঠক নিষ্ফলা, মাসের প্রতি শনি-রবিবার ছুটির দাবিতে ২৭ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike) হচ্ছেই। ফলে বছরের প্রথম মাসের...