এবার থেকে দশমের পাঠ্যপুস্তকে নেতাজির ‘তরুণের স্বপ্ন’

ক্লাস টেনের পাঠ্য পুস্তকে এবার থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Basu) লেখা পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার, মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২৫ সাল থেকে দশম শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা ‘তরুণের স্বপ্ন’ (Dream of the Youth)। যদিও এর উপর কোনও মূল্যায়ন করা হবে না। পোশাকি ভাষায় এটি হল, ‘নন-ইভ্যালুয়েটিভ সাপ্লিমেন্টারি রিডার'(Non-Evaluative Supplementary Reader)।

দিন কয়েক আগে একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তরুণের স্বপ্ন-র মতো বই শিশুদের পড়া উচিত বলে মত প্রকাশ করেছিলেন । এতে পড়ুয়াদের সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়বে। এরপরই পাঠ্যক্রমে এই বই যুক্ত করল মধ্যশিক্ষা পর্ষদ।