Tuesday, November 4, 2025

টানা বৃষ্টিতে ‘রুদ্রমূর্তি’ হিমাচল-উত্তরাখণ্ডের! মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, চলছে উদ্ধারকাজ

Date:

লাগাতার বৃষ্টির (Rain) তাণ্ডবে রীতিমতো বিপর্যস্ত উত্তর ভারত। দিল্লি, হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পর এবার বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ডও (Uttarakhand)। মেঘভাঙা বৃষ্টির জেরে ইতিমধ্যে ধসে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। নিখোঁজ বহু। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। শেষ পাওয়া খবর হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে ৪ জনের। নিখোঁজ কমপক্ষে ৫০। উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১৪ জনের। তবে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার হেলিকপ্টার করে ৭৩৭ জন পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ২৬৭০ জনকে উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), জেলা পুলিশ এবং প্রশাসন।

বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে মালানা বাঁধ ভেঙে পড়তেই ভাসল তোশ-মণিকরণ। মুহূর্তে গুঁড়িয়ে গেল রাস্তা। জলে ধুয়ে গেছে হোটেল, বাড়ি। কুলু, সিমলা এবং মান্ডি জেলায় বাড়িঘর, রাস্তা, সেতু একে একে ধসে পড়েছে। দেশের বাকি অংশ থেকে একেবারে বিচ্ছিন্ন মানালি। পরিস্থিতি এতটাই খারাপ যে, সেনা এবং বায়ুসেনার সাহায্য চেয়েছে হিমাচল প্রদেশ সরকার।

এদিকে ভাসছে হরিদ্বার, দেরাদুন, চামোলি। নদীগুলির জলস্তর বিপদসীমার কাছে। আপাতত কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। তবে স্বস্তির খবর, বৃহস্পতিবার বিকেলের পর রাজ্যের বেশিরভাগ জায়গায় আর নতুন করে বৃষ্টি হয়নি। কিন্তু উদ্ধারকাজে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় উদ্ধারকারীদের। রাজ্য পুলিশের ডিজি অভিনব কুমার জানিয়েছেন, ভারী বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ চালানো হচ্ছে। পুণ্যার্থী এবং পর্যটকদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনও রকম ঝুঁকি না নেন।


Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version