অলিম্পিক্সে পদক জয়ের মাঝেই বিপাকে মানু-সরবজ্যোতদের কোচ , পেলেন দুঃসংবাদ

এই নিয়ে সমরেশ জঙ্গ বলেন, “ এটা সরকারের পরিকল্পনা।

বিপাকে মানু ভাকের এবং সরবজ্যোত সিং-এর কোচ সমরেশ জঙ্গ। চলছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। এই হাই ভোল্টেজ টুর্নামেন্টে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন মানু। এছাড়াও মিক্সড ইভেন্টে সরবজ্যোত সিংকে সঙ্গী করে ফের ব্রোঞ্জ জয় করেন মানু। এখন তৃতীয় পদকের সামনে তিনি। আর ভারতীয় দলের পিস্তল শুটিং কোচ সমরেশ। আর এরই মাঝে দুঃসংবাদ পেলেন তিনি, জানা যাচ্ছে, বাড়ি ভাঙার নোটিস পেয়েছেন জঙ্গ। আগামী দুদিনের মধ্যে তাঁর বাড়ি ভাঙা হবে। খবর পেতেই সোজা দেশে ফিরেছেন তিনি।

এই নিয়ে সমরেশ জঙ্গ বলেন, “ এটা সরকারের পরিকল্পনা। আমার এ ব্যাপারে কিছুই জানা নেই। সরকার গোটা কলোনিকে বেআইনি ঘোষণা করেছে। আমরা গত ৭৫ বছর ধরে খাইবার পাস কলোনিতে বসবাস করছি। ১৯৫০ সালে আমাদের বাড়ি তৈরি হয়েছিল। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিলাম। আমার আবেদন খারিজ হয়ে গিয়েছে। আমাদের কিছু সময় দেওয়া হোক। আজকে জানানো হল আর কালকের মধ্যে বাড়ি খালি করে দিয়ে চলে যেতে হবে, এটা সম্ভব নয়।”

দিল্লির খাইবার পাস এলাকার বাসিন্দা সমরেশ। কেন্দ্রের আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ভূমি এবং উন্নয়ন বিভাগ জানিয়েছে, খাইবার পাস এলাকার বেশ কিছু বাড়ি দু’দিন পর থেকে ভাঙার কাজ শুরু হবে। আর সেই তালিকায় রয়েছে সমরেশের বাড়িও । উল্লেখ্য, সমরেশ জঙ্গ ও প্রাক্তন শুটার। ২০০৬ সালের কমনওয়েলথ গেমসে সব মিলিয়ে মোট পাঁচটি সোনা জিতেছিলেন। ২০০২-এ তিনি অর্জুন পুরস্কার পান।

আরও পড়ুন- অলিম্পিক্সে নজির ভারতের, হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া