Tuesday, December 16, 2025

জীবন ও স্বাস্থ্য বিমায় GST প্রত্যাহার করুন: অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেটে জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় জনবিরোধী ১৮ শতাংশ জিএসটি বসানোর বিরোধিতায় মাঠে নামার প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসকদল। দেশের নাগরিক তথা প্রশাসনের উপর দু তরফা চাপ তৈরি করা বিজেপির নীতির বিরোধিতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে কড়া চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিবাচক উত্তরের অপেক্ষা করার কথা চিঠিতে উল্লেখ করা হলেও কেন্দ্রের নেতিবাচক উত্তরেই সাধারণ মানুষের স্বার্থে পথে নেমে প্রতিবাদ শুরু করবে তৃণমূল, বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন মমতা। এবার চিঠি দিয়ে তার প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল।

শুক্রবারই সংসদে জীবন, স্বাস্থ্য ও চিকিৎসা বিমায় জিএসটি তুলে নেওয়ার দাবিতে লোকসভায় সরব হন তৃণমূল সাংসদরা। সেই সঙ্গে শুক্রবারই নির্মলা সীতারমকে চিঠি লিখে কেন্দ্রের এই নীতির ফলে তৈরি সমস্যাগুলির বিস্তারিত জানানো হয়। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, জীবন ও চিকিৎসা সংক্রান্ত কঠিন পরিস্থিতিতে নাগরিক ও তাঁদের পরিবারকে নিরাপত্তা দেয় এই বিমাগুলি। সামাজিক নিরাপত্তা দেয় এই বিমাগুলি। কিন্তু এই বিপুল পরিমাণ জিএসটি বাড়ানোর ফলে সাধারণ মানুষ নতুন করে বিমা করার পথে যাবেন না বা পুরোনো যে বিমাগুলি রয়েছে, সেগুলিতেও প্রিমিয়াম ভরা বন্ধ করে দেওয়ার দিকেই ঝুঁকবেন।

সাধারণ মানুষ বিমা করা বন্ধ করে দিলে তাঁদের সামাজিক নিরাপত্তার যাবতীয় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। কারণ বিমার কারণে নাগরিকদের সামাজিক নিরাপত্তার অনেকটা ভারমুক্ত থাকতে পারে সরকার, চিঠিতে জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে চিন্তার বোঝা বাড়বে সাধারণ মানুষেরও। অল্প খরচে বিমা করে নিজেদের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিশ্চিন্ত থাকেন সাধারণ মানুষ। বিমার উপর জিএসটি-র বোঝা বাড়িয়ে দিলে তাঁরা সেটা নিয়েও নতুন করে উদ্বেগের মধ্যে পড়বেন, লেখেন মমতা।

সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, এর আগে বিমার জন্য যে প্রিমিয়াম দিতেন সাধারণ মানুষ তার জন্য তাঁরা আয়করে একটি ছাড়ও পেতেন। কেন্দ্রের বিজেপি সরকার সেই ছাড় তুলে দেওয়ার বিরোধিতাতেও সরব হন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন আয়কর আইনের আশি সি ও আশি ডি ধারা অনুযায়ী সেই আয়কর ছাড় ফিরিয়ে আনতে হবে। অর্থমন্ত্রক তৃণমূল নেত্রীর এই দাবি ইতিবাচকভাবে না দেখলে তৃণমূল যে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারও ইঙ্গিত নেত্রী বৃহস্পতিবার দিয়েছিলেন।

spot_img

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...