Sunday, January 11, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়: লক্ষ্য র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস, অধ্যাপকরাই হবেন ওয়ার্ডেন! সাধুবাদ ব্রাত্যর

Date:

Share post:

র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়তে বদ্ধ পরিকর যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই প্রথম বর্ষের ছাত্রদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে। প্রায় কুড়ি বছর পর নিয়োজিত হবে ওয়ার্ডেন। যাদবপুরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসুর এই প্রশংসায় পাল্টা তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত।

যাদবপুর বিশ্ববিদ্যালয় ২০০৬ সাল পর্যন্ত আবাসিক পড়ুয়াদের দেখাশোনার জন্য যে শিক্ষক দায়িত্বে থাকতেন তাকে সুপারিনটেনডেন্ট বলা হত। কিন্তু তারপর সেই পদে অশিক্ষক কর্মীদের নিয়োগ করা হত। কিন্তু এবার থেকে কলেজের অধ্যাপকদের এই ওয়ার্ডেন পদে নিয়োগ করা হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফ থেকেও একটি কমিটি যাদবপুরে এসে ওয়ার্ডেন পদের সুপারিশ করে।উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, শিক্ষকদের মধ্যে থেকে যিনি দায়িত্ব নিতে রাজি থাকবেন তাকে পদ দেওয়া হবে। এতে পড়ুয়াদের নিরাপত্তা বাড়বে। ওয়ার্ডেন সহ অ্যান্টি র‍্যাগিং কমিটি হোস্টেল গুলোতে গিয়ে সারপ্রাইজ ভিজিট করবে। পড়ুয়াদের যাতে কোনো রকম সমস্যা না হয় সব বিষয় নজর রাখবে তারা।

রাজ্য সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পাঁচ কোটি টাকা দিয়েছে মূল হোস্টেলকে নতুন করে সাজিয়ে তোলার জন্য। এই বিষয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যাতে আর একটিও র‌্যাগিংয়ের ঘটনা না ঘটে, তার জন্য আমরা ছাত্র ও শিক্ষকদের নিয়ে কাউন্সেলিং-এর ব্যবস্থা করেছি। যাঁরা সিনিয়র, তাঁদের নিয়ে বিশেষ ওরিয়েন্টেশন করা হয়েছে। সেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এসে দু’টি কাউন্সেলিং করা হয়েছে। এছাড়াও শিক্ষকদের নিয়ে অফিসার ইনচার্জ বা ওএসডি পদ তৈরি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্রাত্য বসু বলেন, র‍্যাগিং একটি সামাজিক ব্যাধি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান অস্থায়ী উপাচার্য আমাকে বারবার জানিয়েছেন তারা র‍্যাগিংয়ের প্রতিষেধক হিসেবে কী কী ব্যবস্থা নিচ্ছেন। আমি তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি বারবার জুনিয়রদের বলব তারা যেন বড়দের ভালবাসে এবং সম্মান করে আর সিনিয়ররাও যেন ছোটদেরকে একইভাবে ভালোবাসে।

আরও পড়ুন- বিপাকে ‘বঙ্গটিভি’! কুণালের বিরুদ্ধে সব আপত্তিকর ভিডিও সরানোর নির্দেশ কেন্দ্রের গ্রিভেন্স সেলের

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...