Thursday, August 28, 2025

কালনা থেকে কঙ্কালীতলা, জলে ডুবেছে মন্দির! চেনা জলযন্ত্রণার ছবি ভ্যানিশ উত্তর কলকাতায়

Date:

প্রাকৃতিক দুর্যোগে জেরে যখন জেলায় জেলায় জল থৈথৈ অবস্থা ঠিক তখনই একদম বিপরীত ছবি উত্তর কলকাতায় (North Kolkata)। সাধারণত বর্ষাকাল মানেই ঠনঠনিয়া কালী বাড়ি থেকে কলেজ স্ট্রিট চত্বর হাঁটু জলে ডুবে যায়। ভাসতে থাকে মানিকতলা বা আমহার্ট স্ট্রিট। কিন্তু এবছর যখন অতিবৃষ্টি নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন ভিন্ন ধরনের উত্তর কলকাতার ছবি ধরা পড়ল ক্যামেরায়। দুদিনের বৃষ্টিতে ঠনঠনিয়া (Thanthania), কলেজ স্ট্রিট(College Street), মানিকতলার মতো এলাকায় জল জমলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। শনিবার সকালে বৃষ্টির পরিমাণ কমায় সকাল থেকেই তৎপর পুরসভার কর্মীরা। ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়া থেকে প্লাস্টিক সরিয়ে নর্দমার নিকাশি ব্যবস্থাকে সচল রাখার চেষ্টা চলছে।

নিম্নচাপে জেরে শ্রাবনের স্বমহিমায় সমস্যা বেড়েছে দক্ষিণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন। ই এম বাইপাস, এয়ারপোর্ট চত্বর, কৈখালী , চিনার পার্ক, ভিআইপি রোডেও জল জমেছে। বিমানবন্দরের পার্কিং ডে জলমগ্ন কিন্তু জল না জমায় স্লাইড ওঠানামায় কোন সমস্যা হচ্ছে না। একাধিক এলাকা জলমগ্ন হওয়ার সমস্যায় পড়েছেন বাসিন্দারা। জলমগ্ন পাতিপুকুর আন্ডারপাস। একাধিক রুটে যান চলাচল ব্যাহত। গভীর নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি চলছে রাজ্যের প্রায় সব জেলায়। ভেসে গিয়েছে একাধিক সেতু। আসানসোলে জলের তোড়ে ভেসে গেছে গাড়ি, মৃত এক। কালনার প্রাচীন লালজি মন্দির (Lalji Temple) সম্পূর্ণ জলমগ্ন। বন্ধ হয়ে গেছে পুজো। নিকাশি ব্যবস্থার দিকে আঙুল তুলছে মন্দির কর্তৃপক্ষ। অন্যদিকে বোলপুরের সতীপীঠ কঙ্কালীতলাতেও (Kankalitala) গত দুদিন ধরে জলের তলায় মন্দিরের গর্ভগৃহ। আজ সকালে জল সামান্য নামলে নিত্য পুজো শুরু হয়েছে বলে খবর মিলেছে। অন্যদিকে আজ সকাল ১০ টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ৭০ হাজার কিউসেক জল ছাড়ার খবর মিলেছে। পাঞ্চেত এবং মাইথন থেকে ১২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।


Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version