যোগীরাজ্যে যুবককে জীবন্ত পুঁতে দিল দুষ্কৃতীরা, বাঁচাল একদল পথকুকুর!

যোগী আদিত্যনাথের রাজ্যে ফের হাড়হিম ঘটনা। জমি নিয়ে বিবাদের জেরে বছর চব্বিশের এক যুবককে জীবন্ত পুঁতে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনা উত্তরপ্রদেশের আগ্রায়।(Agra) যদিও ওই যুবককে রক্ষা করল বেশ কয়েকটি পথকুকুর।

জানা গিয়েছে, পরনে শুধুমাত্র একটা ছেঁড়া জিনসের প্যান্ট। ক্ষতবিক্ষত খালি গায়ে ভর্তি মাটির প্রলেপ। মারধরের জেরে ফুলে গিয়েছে মুখের একাংশ। গাল বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। ঠিক এইভাবেই উদভ্রান্তের মতো আগ্রার রাস্তা থেকে ওই যুবককে উদ্ধার করে পথচারীরা হাসপাতালে ভর্তি করেন।

কিছুটা সুস্থ হওয়ার পর ওই যুবকই পুলিশকে জানান, তাঁর নাম রূপ কিশোর ওরফে হ্যাপি। জমি সংক্রান্ত বিবাদের জেরে অঙ্কিত, গৌরব, করণ এবং আকাশ নামে চার যুবক তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর আগ্রার আর্টনি এলাকায় নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। অভিযুক্তরা ভেবে নিয়েছিলেন যে, হ্যাপি মারা গিয়েছেন। তাই তড়িঘড়ি মাটিতে পুঁতে দিয়ে তারা এলাকা ছেড়ে পালায়।

কিন্তু ভাগ্য সঙ্গ দেয় ওই যুবকের। বেশ কয়েকটি পথকুকুর এলাকায় এসে মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই হ্যাপির হাত বেরিয়ে আসে। সেখানে কুকুর কামড় দিতেই হ্যাপির জ্ঞান ফেরে। এরপর রাস্তায় হাঁটতে শুরু করেন। তখনই তাঁকে দেখে পথচারীরা হাসপাতালে নিয়ে যান।

হ্যাপির মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই চার অভিযুক্তের পরিবারের সঙ্গে তাঁদের জমি বিবাদ চলছে। গত ১৪ জুলাই হ্যাপিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ওই চারজন। তারপরই তাঁর ছেলেকে খুনের চেষ্টা করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে। চার দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে আগ্রা (Agra) পুলিশ।

আরও পড়ুন: ‘বিশ্ববিদ্যালয়ে ঢোকাই উচিত না’, কাজী নজরুলের ‘উপাচার্যে’র কীর্তি ফাঁস ব্রাত্যর