Wednesday, November 5, 2025

যোগীরাজ্যে যুবককে জীবন্ত পুঁতে দিল দুষ্কৃতীরা, বাঁচাল একদল পথকুকুর!

Date:

Share post:

যোগী আদিত্যনাথের রাজ্যে ফের হাড়হিম ঘটনা। জমি নিয়ে বিবাদের জেরে বছর চব্বিশের এক যুবককে জীবন্ত পুঁতে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনা উত্তরপ্রদেশের আগ্রায়।(Agra) যদিও ওই যুবককে রক্ষা করল বেশ কয়েকটি পথকুকুর।

জানা গিয়েছে, পরনে শুধুমাত্র একটা ছেঁড়া জিনসের প্যান্ট। ক্ষতবিক্ষত খালি গায়ে ভর্তি মাটির প্রলেপ। মারধরের জেরে ফুলে গিয়েছে মুখের একাংশ। গাল বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। ঠিক এইভাবেই উদভ্রান্তের মতো আগ্রার রাস্তা থেকে ওই যুবককে উদ্ধার করে পথচারীরা হাসপাতালে ভর্তি করেন।

কিছুটা সুস্থ হওয়ার পর ওই যুবকই পুলিশকে জানান, তাঁর নাম রূপ কিশোর ওরফে হ্যাপি। জমি সংক্রান্ত বিবাদের জেরে অঙ্কিত, গৌরব, করণ এবং আকাশ নামে চার যুবক তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর আগ্রার আর্টনি এলাকায় নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। অভিযুক্তরা ভেবে নিয়েছিলেন যে, হ্যাপি মারা গিয়েছেন। তাই তড়িঘড়ি মাটিতে পুঁতে দিয়ে তারা এলাকা ছেড়ে পালায়।

কিন্তু ভাগ্য সঙ্গ দেয় ওই যুবকের। বেশ কয়েকটি পথকুকুর এলাকায় এসে মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই হ্যাপির হাত বেরিয়ে আসে। সেখানে কুকুর কামড় দিতেই হ্যাপির জ্ঞান ফেরে। এরপর রাস্তায় হাঁটতে শুরু করেন। তখনই তাঁকে দেখে পথচারীরা হাসপাতালে নিয়ে যান।

হ্যাপির মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই চার অভিযুক্তের পরিবারের সঙ্গে তাঁদের জমি বিবাদ চলছে। গত ১৪ জুলাই হ্যাপিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ওই চারজন। তারপরই তাঁর ছেলেকে খুনের চেষ্টা করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে। চার দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে আগ্রা (Agra) পুলিশ।

আরও পড়ুন: ‘বিশ্ববিদ্যালয়ে ঢোকাই উচিত না’, কাজী নজরুলের ‘উপাচার্যে’র কীর্তি ফাঁস ব্রাত্যর

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...