Thursday, November 6, 2025

জেলায় জেলায় অশান্তি! বাংলাদেশে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, হিংসা থামানোর আর্জি হাসিনার

Date:

শনিবার থেকেই থমথমে পরিবেশ বাংলাদেশ (Bangladesh) জুড়ে। নতুন করে অশান্তির কারণে পড়শি দেশ কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। শনিবারই বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা বিক্ষোভের জেরে একাধিক জায়গায় শুরু হয়েছে সংঘর্ষ। রবিবার থেকেই অসহযোগ আন্দোলন শুরু করেছে কোটা (Quota) সংস্কার আন্দোলনকারীরা। এই বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকা বিক্ষোভ ঘিরে একাধিক জায়গায় সংঘর্ষ শুরু হয়েছে। ঢাকার পাশাপাশি আন্দোলনের ছড়িয়ে পড়েছে বাংলাদেশের জেলাগুলিতেও। সূত্রের খবর, ১৩টি জেলায় মৃত্যু হয়েছে মোট ৩২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের হাই কোর্টের সাফ নির্দেশ, হিংসা নিয়ন্ত্রণে পুলিশ রবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়তে পারে। প্রয়োজনে গুলি চালাতে পারে। তবে হিংসার ঘটনা না ঘটলে কোনওভাবেই গুলি চালানো যাবে না।

তবে বাংলাদেশের পড়ুয়াদের দাবি একটাই, শেখ হাসিনা সরকারের অপসারণ। নারায়ণগঞ্জের কায়েমপুর এলাকায় রবিবার সকালে অন্তত তিনটি পোশাক কারখানায় ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। ফলে কারখানার পাশাপাশি আশপাশের সব কারখানা ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শয়ে শয়ে পড়ুয়া চন্দ্রা ত্রিমোড় এলাকায় যায় এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর চন্দ্রা ত্রিমোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্ফু জারি করা হচ্ছে বাংলাদেশে। রাজধানী ঢাকা-সহ সব জেলা সদর, বিভাগীয় সদর, মহকুমা, পুরসভা এলাকা, উপজেলায় জারি কার্ফু। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে।
এই পরিস্থিতিতে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী হাসিনা ৷ প্রায় তিন ঘণ্টার এই বৈঠকে শিক্ষকরা অশুভ শক্তির হাত থেকে ছাত্রদের বাঁচাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন ৷ উল্লেখ্য, বিতর্কিত সংরক্ষণ ব্যবস্থা অবসানের দাবিতে ছাত্রদের বিক্ষোভে দিনকয়েক আগেই বাংলাদেশে প্রায় ২০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লড়াই করা প্রবীণদের আত্মীয়দের জন্য ৩০ শতাংশ সরকারি চাকরি এতদিন সংরক্ষিত ছিল। তারই প্রতিবাদে দানা বাঁধে ছাত্র আন্দোলন৷

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version