ব্যাটিং ব্যর্থতা, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হার ভারতের

ব্যাটিং ব্যার্থতা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হার ভারতের । টি-২০ সিরিজে দাপট দেখালেও, একদিনের সিরিজে বেশ চাপে গৌতম গম্ভীরের দল। এদিন লঙ্কানদের কাছে ৩২ রানে হারল রোহিত শর্মার দল। এদিনও কাজে এল না রোহিতের ৬৪ রান। ভারতের হয়ে তিন উইকেট ওয়াশিংটন সুন্দরের। শ্রীলঙ্কার হয়ে বল হাতে দাপট জেফ্রি ভ্যান্ডারসের।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে ৪অ রান অভিশিকা ফেরান্ডো এবং কামিন্ডুর। পাথুম নিশাঙ্কা আউট হন শূন্যরানে। ভারতের হয়ে তিন উইকেট ওয়াশিংটন সুন্দরের। ২ উইকেট কুলদীপ যাদবের। একটি করে উইকেট মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেলের।

জবাবে ব্যাট করতে নেমে ২০৮ রানে ইনিংস শেষ হয়ে যায় ভারতের। টিম ইন্ডিয়ার হয়ে ৬৪ রান ভারত অধিনায়কের। ৪৪ রান অক্ষর প্যাটেলের। ৩৫ রান শুভমন গিলের। এদিনও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। ১৪ রান করেন তিনি। শূন্যরান শিভম দুবের। ৭ রান শ্রেয়স আইয়রের। লঙ্কানদের হয়ে ৬ উইকেট জেফ্রি ভ্যান্ডারসের। ৩ উইকেট আশালাঙ্কার।

আরও পড়ুন- স্বপ্ন সত্যি জোকারের, আলকারাজকে হারিয়ে জিতলেন অলিম্পিক্সে সোনা