Saturday, January 10, 2026

জ্বলছে ইংল্যান্ড, গ্রেফতার শতাধিক; আগুন ছড়ালো আয়ারল্যান্ডেও

Date:

Share post:

ভুল তথ্যে আগুন জ্বলল উত্তর ইংল্যান্ডে। একদিক থেকে যেমন দোকানপাট ভাঙচুর থেকে আগুন লাগানো, সরকারি এলাকার বেড়া ভাঙা, হোটেলে হামলা চালানোর মত ঘটনায় আতঙ্ক ছড়ালো। অন্যদিকে আহত হলেন পুলিশ কর্মীরা। অনেকটাই জাতিবিদ্বেষমূলক হামলার চেহারা নেওয়া এই অরাজকতা ঠেকাতে পুলিশকে খোলা হাতে খেলার নির্দেশ দিল কিয়ের স্টার্মার প্রশাসন।

দিন পাঁচেক আগে দুই শিশুর উপর ছুরির হামলাকে কেন্দ্র করে প্রাথমিকভাবে অশান্তির আগুন ছড়ায় উত্তর ইংল্যান্ডের সাউথপোর্ট এলাকায়। শনিবার সেই অশান্তি চরম আকার নেয়। হাল, লিভারপুর, বিস্ট্রল, ম্যানচেস্টার, ব্ল্যাকপুল এলাকায় অশান্তি ছড়ালে পুলিশ তৎপরতার সঙ্গে তা দমন করার চেষ্টা করে। বেশ কিছু পুলিশকর্মীর নাক ফাটে, মাথা ফাটে। আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও। ধর্মীয় মৌলবাদীদের নিয়ন্ত্রণে সব রকম শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

পুলিশ প্রশাসনের প্রচেষ্টা সত্ত্বেও অশান্তির আগুন ছড়ায় উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে। তবে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। রবিবার পর্যন্ত প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে বেশ কিছু গণমাধ্যমে ভুল তথ্য পরিবেশনেরও অভিযোগ ওঠে। সেই সব গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেয় ব্রিটিশ প্রশাসন।

রবিবার সকালে পরিস্থিতি অনেকটা শান্ত হলে এলাকা পরিষ্কারে হাত লাগায় বেলফাস্ট প্রশাসন। সেই সঙ্গে হাত লাগান স্বেচ্ছাসেবকরা। তবে প্রাণহানির ঘটনা না ঘটায় খানিকটা নিশ্চিন্ত প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। যদিও অভিবাসী বহু মানুষ সর্বস্ব হারান এই হামলায়। অনেকেই দাবি করেন, জীবনের শেষ সঞ্চয় হারিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন তাঁরা।

spot_img

Related articles

মেডিক্যাল এমার্জেন্সি! নির্ধারিত সময়ের আগেই মহাকাশ থেকে নভশ্চরদের ফেরাচ্ছে নাসা

গত ২৫ বছরে এমন ঘটনা নজিরবিহীন! মেডিক্যাল এমার্জেন্সি আন্তর্জাতিক স্পেস স্টেশনে। অভিযানের মেয়াদ পূরণ হওয়ার আগেই অসুস্থতাজনিত কারণে...

গোয়া-কেরালার মিলিত সংখ্যার দ্বিগুণ বিদেশী পর্যটক আসছেন বাংলায়!

বিদেশী পর্যটকরা এখন আগ্রা, উদয়পুর, ঋষিকেশ, হাম্পি এমনকি গোয়ার থেকে বেশি আসছেন পশ্চিমবঙ্গে (West Bengal)। এই তথ্য রাজ্য...

একদিনের সিরিজের আগে টি২০ বিশ্বকাপ নিয়ে তিক্ত প্রশ্নের বাউন্সার, কী বললেন গিল?

রবিবার থেকে বরোদায় শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ কিন্তু ভারতীয় ক্রিকেট সার্টিকে টি২০ বিশ্বকাপের প্রবল বাতাস বইতে...

সব ফাইল নেওয়ার অধিকার কে দিল: বিজেপির ‘ভগবান’ ইডি-কে প্রশ্ন সিবলের

যেভাবে বাংলায় নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে বাংলায় এগিয়ে দিয়ে বাংলার রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করেছে কেন্দ্রের...