একের পর এক রকেট হামলা! ইরানের পাল্টা আক্রমণে দিশেহারা ইজরায়েল 

0
1

ইরানে (Iran) ঢুকে হামাসের রাজনৈতিক প্রধানকে হত্যা করেছে ইজরায়েল (Israel)। আর তারপরই পাল্টা জবাব দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। এবার সেই মতো ইজরায়েলের উপর নতুন করে রকেট হামলা শুরু করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। ইরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে (Ismail Haniye) হত্যার পর আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে সব পক্ষই। এদিকে সূত্রের খবর , স্থানীয় সময় শনিবার হিজবুল্লার রকেট মুহুর্মুহু আছড়ে পড়ে ইজরায়েলের মাটিতে। হামলায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যে দায় স্বীকার করেছে হিজবুল্লা।

এদিকে হামলায় ইজরায়েলের কয়েকজন সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। যদিও ইজরায়েলের দাবি, তাদের অত্যাধুনিক ডোম সিস্টেমের মাধ্যমে হিজবুল্লার একের পর এক আক্রমণ বানচাল করে দেওয়া হয়েছে। তবে ২০২৩ সালের অক্টোবরে ইজরায়েল ও হামাসের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল, তা খুব শীঘ্রই ইজরায়েল-ইরানের যুদ্ধে পরিণত হতে পারে। আপাতত গোটা বিশ্বের নজর এই যুদ্ধের দিকে।

 

এদিকে হিজবুল্লার তরফে হামলার কারণ হিসাবে হানিয়াকে হত্যার কথা উল্লেখ করা হয়নি। তারা জানিয়েছে, সম্প্রতি লেবাননের দুই গ্রামে ইজরায়েলের রকেট বর্ষণ এবং হিজবুল্লার সামরিক বাহিনীর সিনিয়র কমান্ডারকে হত্যার বদলা নিতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি আগামী দিনে আরও বড় হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে হিজবুল্লার হামলায় কোনও প্রাণহানির কথা স্বীকার করেনি ইজরায়েল। এমন পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে সংযত থাকতে বলেছেন। তাঁর আশা, হানিয়ে হত্যার প্রতিশোধ নিতে বড় কোনও পদক্ষেপ করে পশ্চিম এশিয়ার শান্তি বিঘ্নিত করবে না ইরান।