‘পদাতিক’ ট্রেলারে নগ্ন মৃণালকে নিয়ে চমক সৃজিতের!

কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen biopic)জীবনের চড়াই-উতরাই এবার সৃজিতের রূপায়নে সিনেপর্দায়। মুক্তি পেতে চলেছে ‘পদাতিক’। প্রকাশ্যে এসেছে ট্রেলার। ‘ভুবন সোম’ থেকে ‘মৃগয়া’সৃষ্টির নেপথ্যে লুকিয়ে থাকা মৃণাল সেনের লড়াই থেকে জয় পরাজয়ের সব অনুভূতি সাদাকালো আলোয় ছুঁয়ে গেছে দর্শকের মন। তবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের মাস্টারস্ট্রোক একদম শেষলগ্নে। আয়নার সামনে নগ্ন মৃণালকে কাঁদিয়ে চূড়ান্ত চমক দিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)! যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু স্যোশাল মিডিয়ায়।

মৃণাল সেনের চরিত্র যথাযথ ভাবে ফুটিয়ে তুলবেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। সিনেমার ঘোষণা থেকেই এই আত্মবিশ্বাস ছিল পরিচালকের গলায়। টিজার,গান আর ট্রেলারে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া অভিনয়ের ঝলক দেখিয়েছেন অভিনেতা। মেলবোর্ন, লন্ডন, টরোন্টো, সিডনির মতো জায়গার চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ‘পদাতিক’। ছবিতে মৃণাল সেনের অল্প বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক। শোনা যায়, এক সময় বিবস্ত্র অবস্থাতেই আয়নার সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন কিংবদন্তি। সেই মুহূর্তকে ক্যামেরার সামনে তুলে ধরতে কোরক সামন্তকে নগ্ন দেখানো হয়েছে। সৃজিতের এই ছবির সৌজন্যেই আরও একবার বড়পর্দায় সত্যজিৎ রায় হিসেবে দেখা যাবে জীতু কমলকে। ইতিমধ্যেই নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে সৃজিতের এই ছবি সেরা স্ক্রিনপ্লে-র পুরস্কার জিতে নিয়েছে। পরিচালকের অনুরাগীরা বলছেন নিজের ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ কাজ করেছেন ‘জাতিস্মর’ নির্দেশক। এখন শুধুই স্বাধীনতা দিবসে ছবি মুক্তির অপেক্ষা।