Tuesday, August 12, 2025

বারবার গাড়ির চালক বা মালিকদের বোঝানোতেও কাজ না হওয়ায় বিশাল অঙ্কের জরিমানার পথে যেতে হল কলকাতা পুলিশকে। রবিবার থেকেই সেই জরিমানা লাগু করছে কলকাতা পুলিশ। এর ফলে মা উড়ালপুর, আচার্য জগদীশচন্দ্র বোস রোডের যানজটের সমস্যা অনেকটা কমানো যাবে বলেই আশা কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের।

মা উড়ালপুলের উপরে কোনও দুর্ঘটনা ঘটলে চালকরা বাদানুবাদে জড়িয়ে পড়েন। তার ফলে দীর্ঘক্ষণ আটকে পড়ে অন্যান্য গাড়ি। যে যানজট তৈরি হল তাতে প্রায় একঘণ্টার জন্য আটকে যায় গুরুত্বপূর্ণ এই উড়ালপুল। আবার হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে গেলেও যানজট তৈরি হয় মা উড়ালপুলে যার প্রভাব আচার্য জগদীশচন্দ্র বসু রোড পর্যন্ত পড়ে। আটকে যায় এই গুরুত্বপূর্ণ রাস্তার যাতায়াতও।

কলকাতা পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এভাবে গাড়ি দাঁড় করিয়ে অশান্তি করলে বা কোনও কারণে গাড়ি দাঁড় করিয়ে যানজট তৈরি করলে জরিমানা লাগু হবে। মোটরযান আইনের ১৯০ (১) ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বেশ অনেকটা বেশি জরিমানা হতে পারে। রবিবার থেকে সেই নিয়ম কার্যকর করছে কলকাতা পুলিশ। এর ফলে অহেতুক মা উড়ালপুলের উপর গাড়ি দাঁড় করিয়ে অশান্তি করার ঘটনা, এমনকি দুর্ঘটনা যাতে না ঘটে তা নিয়েও চালকদের মধ্যে সতর্কতা তৈরি করা যাবে, আশা কলকাতা পুলিশের।

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version