Tuesday, August 12, 2025

বাংলাদেশ যাত্রায় ‘না’! ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ বিদেশমন্ত্রকের

Date:

লাগাতার অশান্তিতে অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh)! পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে অশান্তি থামার লক্ষণ তো দূর দূরদূরান্ত অবধি চোখে পড়েছে না। শনিবার থেকে ফের বেড়েছে আন্দোলনকারীদের ঝাঁঝ। যার জেরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে অশান্তি। শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসান চেয়ে ফের বিক্ষোভ শুরু আন্দোলনকারীদের। রবিবার একদিনেই সেদেশে অন্তত ৯৭ জনের মৃত্যু হয়েছে। সোমবারও সেই তালিকা আরও দীর্ঘ হচ্ছে বলে খবর। ইতিমধ্যে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশমন্ত্রক (Foreign Ministry)। এদিকে আন্দোলন তীব্রতর হওয়ার পর আজই হেলিকপ্টারে (Helicopter) চড়ে নিজের বোনকে নিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও হাসিনার এমন পদক্ষেপে আন্দোলনকারীরা যে অশান্ত হয়ে উঠবে তা দিনের আলোর মতো পরিষ্কার।

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, ভারতীয়রা যেন এই সময়ে বাংলাদেশে একেবারেই না যান। এছাড়াও সেদেশে থাকা ভারতীয়দের সদা সতর্ক থাকার নির্দেশও দিয়েছে বিদেশমন্ত্রক। রবিবার রাতে এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রকের তরফে বিশেষ নির্দেশিকা পোস্ট করা হয়। সেখানে পরিষ্কার লেখা হয়, বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে, ভারতীয়রা যেন কোনওভাবেই বাংলাদেশে না যান। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয়দের।

এছাড়া আপাতত যেসমস্ত ভারতীয়রা বাংলাদেশে রয়েছেন, তাঁদের সবসময় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে যে কোনও প্রয়োজনে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের জন্য তিনটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।


Related articles

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...

ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার

ভারতীয় ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অভিষেক নায়ারের (Abhishek...

ভিত্তিহীন অভিযোগ! অভয়ার বাবাকে আইনি নোটিশ কুণালের

ভিত্তিহীন অভিযোগ। আর জি করের মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবাকে আইনজীবীর নোটিশ পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ...

নিউইয়র্কে পালিত হবে ‘ইন্ডিয়া ডে’, নারী শক্তির বন্দনায় কলকাতার শিল্পীরা

নিউইয়র্কের (New York) ৪৪ তম 'ব্যাটারি ডান্স ফেস্টিভ্যালে' (Battery Dance Festival) এবার উদযাপিত হবে ভারতের স্বাধীনতা দিবস। থিমের...
Exit mobile version