Monday, December 22, 2025

যোগ্যশ্রী প্রকল্পে এবার সিভিল সার্ভিসের প্রশিক্ষণের সুযোগ রাজ্যে

Date:

Share post:

যোগ্যশ্রী প্রকল্পের আওতায় এবার সিভিল সার্ভিসের প্রশিক্ষণ শুরু করবে রাজ্য সরকার। জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশাসনিক পদে রাজ্যের মেয়েদের কাজের সুযোগ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্যের তরফে।

রাজ্য সরকারের সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের পড়ুয়ারা গত বছরের ইউপিএসসি পরীক্ষায় ব্যাপক সাফল্য পেয়েছে। সেই সাফল্য থেকে উৎসাহিত হয়েই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান,সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের শিক্ষক অধিকাংশই প্রাক্তন শীর্ষ আমলা। এরাই জেলাতে পড়ুয়াদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ দেবেন । শিক্ষক তালিকায় থাকবেন জেলা শাসক পুলিশ সুপারের মতো পদস্থ আধিকারিকরাও। এই পরিকল্পনা রূপায়িত হলে ছেলে মেয়েদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ নিতে কলকাতায় ছুটে আসতে হবে না।

প্রসঙ্গত, পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রবেশিকার জন্য প্রস্তুত করতে রাজ্য সরকার যোগ্যশ্রী প্রকল্প চালু করে। পরে সাধারণ পড়ুয়াদেরও এই প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন রাজ্যে মোট ৪৬টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বছরে ২৩০০ জন শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ বিনামূল্যে দিচ্ছিল সরকার। বর্তমানে রাজ্যজুড়ে মোট ৫০টি সেন্টার খোলা হয়েছে। ক্লাস ১১ থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।’যোগ্যশ্রী’-তে ছ’মাসের কোর্স হয়। সপ্তাহে তিনদিন করে ক্লাস করানো হয় এবং ক্লাসের সময়সীমা চার ঘণ্টা। জয়েন্ট, নিট ছাড়াও ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস পুলিশ সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির ব্যবস্থাও করা হয় এই প্রকল্পে।

 

spot_img

Related articles

কর্নাটকে অনার কিলিং! ভিন্ন জাতের যুবককে বিয়ে করায় অন্তঃসত্ত্বা কন্যাকে খুন

অন্তঃসত্তা মেয়েকে কুপিয়ে খুন বাবার! এই নৃশংস ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কর্নাটকের (Karnataka) হুব্বাল্লি মহকুমার ইনামপুরভিল্লা গ্রামে। অভিযোগ...

আদালতে মেসি মামলায় জোরাল সওয়াল রাজ্যের, সিবিআই তদন্ত নিয়ে রায়দান স্থগিত

যুবভারতীতে মেসি (Messi) কাণ্ডের বল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে(Calcutta HC)। সোমবার এই বিষয়ে মামলার শুনানি ছিল। একাধিক জনস্বার্থ মামলা...

BDO প্রশান্ত বর্মণের আগাম জামিন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ হাই কোর্টের

”জঘন্যতম অপরাধ বিবেচনায় আনা হয়নি বারাসত সেশন জজের বিচারে। বিডিও জামিন খারিজের অধিকার রয়েছে এই আদালতের”- রাজগঞ্জের BDO...

হাওড়ার বন্ধ ফ্ল্যাটে উদ্ধার দেহ! আটক দুই নাবালক

শহরে ফের রহস্যমৃত্যু! হাওড়ার (Howrah) সালকিয়াতে বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃতের নাম...