Wednesday, December 17, 2025

পরিচালক প্রভাত রায়কে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

Date:

Share post:

বিশিষ্ট পরিচালক প্রভাত রায়কে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ এর বিশেষ সম্মান প্রদান করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স । তাদের বিশেষ ভাবনা থেকে এই ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ বিশেষ সম্মান পুরস্কারের আয়োজন করে। জীবনের নানা ক্ষেত্রের তারকারা যাঁরা তাঁদের পছন্দের কাজের ক্ষেত্রে নিজেদের সবটুকু উৎসর্গ করেছেন । আর এই উল্লেখযোগ্য পদক্ষেপে সাফল্যের এক নতুন মাইলফলক তৈরি হয়েছে, যা অন্যদের উত্থানে অনুপ্রেরণা দিয়েছে। এমন বিশিষ্টদের কাজকে, তাঁদের সৃষ্টিকে সম্মান জানানোই শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর উদ্দেশ্য। এই বছরের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ সম্মান বিশিষ্ট পরিচালক প্রভাত রায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিচালক প্রভাত রায় ‘শ্বেত-পাথরের থালা’ ও ‘লাঠি’র মতো এমন আরও অনেক সিনেমা তৈরি করেছেন যা বক্স অফিসে বাণিজ্যিক ভাবে সফল তো হয়েছেই, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে আর পুরস্কারও জিতেছে। ছবি পরিচালনায় শ্রেষ্ঠত্বের জন্য তিনি নানা পুরস্কারের পাশাপাশি দুবার জাতীয় পুরস্কারও পেয়েছেন।

বিশিষ্ট পরিচালক প্রভাত রায়কে এই বিশেষ সম্মান প্রদান করার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর কর্ণধার রূপক সাহার সঙ্গে মঞ্চে ছিলেন আজকের দিনের অন্যতম সফল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বলিউড অভিনেতা সচিন। এই সম্মান গ্রহণ করে পরিচালক প্রভাত রায় বলেন, ‘আমি এই লাইফটাইম অ্যাচিভমেন্ট কৃতিত্বের জন্য বিশেষ সম্মান পেয়ে খুবই আনন্দিত। আর এই উদ্যোগ নেওয়ার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে শিল্প ও সংস্কৃতি প্রচারের উদ্দেশ্যে তাদের যে প্রয়াস তা যেন সর্বোত্তম হয় এই কামনাই করি।’
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা বলেছেন, ‘আমরা সবসময় গয়না শোরুমের চার দেওয়ালের বাইরে নানা ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের সাধনা নিয়ে এসেছি। আমাদের সমাজের যে সব উজ্জ্বলতা রয়েছে যা আমাদের জীবন এবং সময়ের জন্য খুবই মূল্যবান তা উদযাপন করাই আমাদের উদ্দেশ্য। এই লাইফটাইম অ্যাচিভেন্টের জন্য বিশেষ সম্মান আমাদের কাছেও খুবই গর্বের। কারণ প্রভাত রায়ের মতো অসাধারণ কৃতিত্বের মানুষকে সম্মান জানানোর মাধ্যমে আমরা তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং উপস্থিতির উজ্জ্বলতায় নিজেদের ধন্য বোধ করি।’

 

 

spot_img

Related articles

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...