Sunday, May 4, 2025

বিমায় GST প্রত্যাহারের ঘোষণা করুন নির্মলা, নাহলে আন্দোলনের হুঁশিয়ারি ডেরেকের

Date:

অবিলম্বে জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করার দাবি সংসদে আরও জোরালো করল তৃণমূল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এই à§§à§® শতাংশ জিএসটি প্রত্যাহারের ঘোষণা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে যাবে তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সহানুভূতির সঙ্গে দেশের মানুষের স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতির কথা বিবেচনা করে অর্থমন্ত্রীকে জিএসটি প্রত্যাহার নিয়ে বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন, তার কোনও উত্তর এখনও পর্যন্ত অর্থমন্ত্রকের তরফে পাওয়া যায়নি।

স্বাস্থ্য ও জীবন বিমায় চড়া হারে জিএসটি বসিয়ে যে অমানবিকতার নজির বিজেপি সরকার রেখেছে, তার প্রতিবাদ তৃণমূলের পক্ষ থেকে সব স্তরে করা হবে। আগামী তিন চার দিনের মধ্যে রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে à§§à§® শতাংশ জিএসটি প্রত্যাহারের ঘোষণা করতে হবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমনকে, সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই প্রসঙ্গে অর্থমন্ত্রীর দেখানো জিএসটি কাউন্সিলের যুক্তিকে তুলোধনা করেন ডেরেক।

এর আগে রাজ্যসভার দুই সাংসদ সাকেত গোখলে ও দোলা সেন বিমায় à§§à§® শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি পেশ করেছিলেন। তার প্রেক্ষিতে নির্মলা সীতারমন সাফাই দিয়েছিলেন জিএসটির বিষয়টি জিএসটি কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাল্টা এদিন ডেরেক দাবি করেন, “এটা সত্য নয়৷ সুপ্রিম কোর্ট বলেছে, জিএসটি কাউন্সিল আসলে একটি পরামর্শদাতা সংস্থা।”

সরাসরি অর্থমন্ত্রীকে রাজ্যসভায় দাঁড়িয়ে জনগনের উপর থেকে এই টাকার বোঝা প্রত্যাহারের ঘোষণা করার দাবি জানিয়ে ডেরেক বলেন, “আমরা ইন্ডিয়া জোটের সব দলকে এই ইস্যুতে সোচ্চার হতে বলবো৷ একই ভাবে আমরা অনুরোধ করবো বিজু জনতা দলকে, এই ইস্যুতে সোচ্চার হন৷ আগামী তিন চার দিনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী সভায় এই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা না জানালে আন্দোলন শুরু হবে।”

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version