Tuesday, August 26, 2025

বিমায় GST প্রত্যাহারের ঘোষণা করুন নির্মলা, নাহলে আন্দোলনের হুঁশিয়ারি ডেরেকের

Date:

অবিলম্বে জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করার দাবি সংসদে আরও জোরালো করল তৃণমূল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এই ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের ঘোষণা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে যাবে তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সহানুভূতির সঙ্গে দেশের মানুষের স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতির কথা বিবেচনা করে অর্থমন্ত্রীকে জিএসটি প্রত্যাহার নিয়ে বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন, তার কোনও উত্তর এখনও পর্যন্ত অর্থমন্ত্রকের তরফে পাওয়া যায়নি।

স্বাস্থ্য ও জীবন বিমায় চড়া হারে জিএসটি বসিয়ে যে অমানবিকতার নজির বিজেপি সরকার রেখেছে, তার প্রতিবাদ তৃণমূলের পক্ষ থেকে সব স্তরে করা হবে। আগামী তিন চার দিনের মধ্যে রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের ঘোষণা করতে হবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমনকে, সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই প্রসঙ্গে অর্থমন্ত্রীর দেখানো জিএসটি কাউন্সিলের যুক্তিকে তুলোধনা করেন ডেরেক।

এর আগে রাজ্যসভার দুই সাংসদ সাকেত গোখলে ও দোলা সেন বিমায় ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি পেশ করেছিলেন। তার প্রেক্ষিতে নির্মলা সীতারমন সাফাই দিয়েছিলেন জিএসটির বিষয়টি জিএসটি কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাল্টা এদিন ডেরেক দাবি করেন, “এটা সত্য নয়৷ সুপ্রিম কোর্ট বলেছে, জিএসটি কাউন্সিল আসলে একটি পরামর্শদাতা সংস্থা।”

সরাসরি অর্থমন্ত্রীকে রাজ্যসভায় দাঁড়িয়ে জনগনের উপর থেকে এই টাকার বোঝা প্রত্যাহারের ঘোষণা করার দাবি জানিয়ে ডেরেক বলেন, “আমরা ইন্ডিয়া জোটের সব দলকে এই ইস্যুতে সোচ্চার হতে বলবো৷ একই ভাবে আমরা অনুরোধ করবো বিজু জনতা দলকে, এই ইস্যুতে সোচ্চার হন৷ আগামী তিন চার দিনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী সভায় এই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা না জানালে আন্দোলন শুরু হবে।”

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version