Thursday, August 21, 2025

অশান্ত বাংলাদেশে পিটিয়ে খুন কৌশানীর নায়ক! প্রাণ হারালেন দেবের সহ-প্রযোজকও

Date:

Share post:

অশান্ত বাংলাদেশে (Bangladesh) এবার পিটিয়ে খুন হলেন অভিনেতা শান্ত খান (Shanto Khan)। নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে তাঁর বাবা তথা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানকে (Salim Khan)। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সোমবার এলাকা ছেড়ে নাকি পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ বাজারে জনরোষের মুখে পড়েন তাঁরা। সেখানেই গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ টলিনায়িকা কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। শান্তর সঙ্গে তাঁর অভিনীত ‘পিয়া রে’- র মুক্তি আসন্ন। তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করতে পারছি না সত্যিই এটা হয়েছে।’’ এছাড়া শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন তিনি।

দেবের (Dev ) মুক্তি না পাওয়া চর্চিত ছবি ‘কমান্ডো’র সহ প্রযোজক ছিলেন সেলিম। চাঁদপুরে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় স্তব্ধ এপাড় বাংলার সিনে দুনিয়া। পাশাপাশি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরফি মোর্তাজার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

রাতারাতি রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশে।কোটা সংস্কার নিয়ে যে বিক্ষোভ-আন্দোলন চলছে তার জেরেই এই কাণ্ড ঘটেছে। সোমবার দুপুরে পদত্যাগ করেন দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর পরেই আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা জায়গায় আক্রান্ত হন। একের পর এক জেলা থেকে আসছে মৃত্যুর খবর। শ্রীপুর, বরিশাল, যশোর-সহ নানা জেলায় হিংসার বলির সংখ্যা ক্রমশ বাড়ছে। বাংলাদেশে সরকারের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের সময় কেন চুপ ছিলেন, এই প্রশ্ন তুলে মোর্তাজার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। মুশফিকুরের বাড়ি, ক্রিকেটার শাকিব খানের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার খবর মিলেছে। ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশে (Bangladesh News) কোথাও পুড়িয়ে মারার খবর, তো কোথাও পিটিয়ে খুনের খবরে আশঙ্কা বাড়ছে। যশোরে আওয়ামি লিগের নেতার হোটেলে ৯ জনকে পুড়িয়ে খুনের খবরও এসেছে প্রকাশ্যে। সোমবার রাতে দেশের রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলিকে হিংসার পথ থেকে সরে আসার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিন চুপ্পুর। সেই সঙ্গে প্রাণহানি ও সম্পত্তি রক্ষায় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ করারও নির্দেশ দিলেন তিনি। সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) পদত্যাগের পরই শান্তি প্রতিষ্ঠায় বার্তা দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। প্রায় একই বার্তার প্রতিফলন রাষ্ট্রপতির ভাষণে। তিনি শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানান।


spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...