শ্রমিকদের প্রতি কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। এই বঞ্চনার প্রতিবাদে লাগাতার লড়ই করছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে ফের ময়দানে নামল আইএনটিটিইউসি। আজ মঙ্গলবার ডালহৌসি টেলিফোন ভবনের বিপরীতে কলকতা উত্তরের আইএনটিটিইউসির উদ্যোগে হল প্রতিবাদ সভা।
এই প্রতিবাদ সভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় টেলিকম সংস্থা একপ্রকার ধ্বংস করে ফেলছে মোদি সরকার। ঠিকা শ্রমিকদের ভবিষ্যত কী? কেন অনৈতিক ছাঁটাই? কেনই বা বেতন হ্রাস এসবেরই উত্তর দিতে হবে।কেন্দ্রের এ ই বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়তে হবে।