Saturday, August 23, 2025

প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই ৬ বছর পর জেল থেকে মুক্তি পেলেন বিএনপি শীর্ষ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। গতকাল, সোমবারই খালেদা জিয়ার মুক্তির নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি সেনাপ্রধান। ২০১৮ সাল থেকে জেলবন্দি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক তছরুপের অভিযোগে ১৭ বছরের জেল হয় খালেদার।

বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে (Khaleda Zia) মুক্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বৈঠকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়াও ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় গ্রেফতার ও আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এরইমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।

জেল যাত্রার পর দীর্ঘদিন ধরেই অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তাঁকে মুক্তি দিয়ে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দাবি করছিলেন বিএনপির নেতারা। কিন্তু সেই দাবি মানেনি হাসিনার সরকার। হাসিনা সরকারের পতনের পর এবার খালেদা জিয়া জেল মুক্তি হলেন।

শুধুমাত্র তাই নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার করা সব বন্দিকে কে মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ছাত্রদের দাবি মেনেই ক্ষমতা-ছাড়া, প্রাণহানি ঠেকাতে দেশত্যাগ: ব্যাখ্যা হাসিনার, বাংলাদেশ ফেরার বার্তায় ধন্ধ

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version