Friday, December 19, 2025

আজ অলিম্পিক্সের সেমিফাইনালে নামছে ভারত, প্রতিপক্ষ জার্মানি

Date:

Share post:

আজ প্যারিস অলিম্পিক্সে সেমিফাইনালের ম্যাচে নামছে ভারতীয় হকি দল। সামিফাইনালে হরমনপ্রীত সিংদের প্রতিপক্ষ জার্মানি। এই ম্যাচ জিতে ফাইনালে উঠতে মরিয়া টিম ইন্ডিয়া। টানা দ্বিতীয় অলিম্পিক্স পদক জয় থেকে আর মাত্র একটা জয়ের দূরত্বে ভারতীয় হকি দল। মঙ্গলবার সেমিফাইনালে জিতলেই রুপো নিশ্চিত করে ফেলবেন গতবারের ব্রোঞ্জজয়ী ভারত। পাশাপাশি পিআর শ্রীজেশদের সামনে হাতছানি থাকবে ফাইনাল জিতে ৪৪ বছর পর সোনা জয়ের।

ভারত যেখানে কোয়ার্টার ফাইনালে ১০ জনে খেলে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। সেখানে জার্মানি ৩-২ গোলে আর্জেন্তিনাকে হারিয়ে শেষ চারের ছাড়পত্র আদায় করেছে। র‍্যাঙ্কিং-এ জার্মানি যেখানে দুইয়ে, সেখানে ভারত রয়েছে পাঁচে। তবে টোকিও অলিম্পিক্সে এই জার্মানিকেই ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন শ্রীজেশরা। শুধু তাই নয়, দু’দলের শেষ আটটি সাক্ষাৎকারে ভারত ৭-১ ব্যবধানে এগিয়ে! সর্বশেষ দু’দল পরস্পরের মুখোমুখি হয়েছিল চলতি বছরের জুনে প্রো হকি লিগে। সেখানে ভারত প্রথম লেগে ৩-০ গোলে জিতলেও, দ্বিতীয় লেগে ১-২ গোলে হেরে গিয়েছিল।

এদিকে, সহ-অধিনায়ক তথা এক নম্বর ডিফেন্ডার অমিত রুইদাসকে সেমিফাইনালে পাচ্ছে না ভারত। গ্রেট ব্রিটেন ম্যাচে লাল কার্ড দেখেছিলেন রুইদাস। যদিও সেই কার্ড নিয়ে বিতর্ক রয়েছে। এর বিরুদ্ধে ভারতীয় শিবির থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু সোমবার ওয়ার্ল্ড হকি ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের কারণে অমিত রুইদাসকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। ফলে সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না।’’ তবে এই ধাক্কা সামলে জেতার জন্য মরিয়া ভারতীয় শিবির। অধিনায়ক হরমনপ্রীত বলছেন, ‘‘আমরা জার্মানির বিরুদ্ধে ফাইনাল খেলতে চেয়েছিলাম। তবে সেমিফাইনালেই ওদের সঙ্গে দেখা হচ্ছে। জার্মানি দারুণ শক্তিশালী দল। পাওয়ার হকি খেলে। তবে আমরাও তৈরি। দুর্দান্ত খেলেই আমরা শেষ চারে জায়গা করে নিয়েছি। আমরা শুরু থেকেই গোলের জন্য ঝাঁপাব।“

প্যারিস অলিম্পিক্সের পরেই অবসর নেবেন শ্রীজেশ। জীবনের সেরা ফর্মে রয়েছেন তিনি। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে গোটা দশেক গোল বাঁচিয়েছিলেন শ্রীজেশ। এমনকী, পেনাল্টি শুটআউটেও দুরন্ত সেভ করে দলকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন। অভিজ্ঞ ভারতীয় গোলকিপার বলছেন, ‘‘জার্মানির বিরুদ্ধে আমাদের একটা দল হিসাবে খেলতে হবে। তাহলে অবশ্যই সফল হব।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...