Thursday, August 21, 2025

উত্তর ইংল্যান্ডের হিংসার আগুন ছড়ালো ইংল্যান্ডের দক্ষিণেও। নতুন করে অশান্তি ছড়ানোয় ইংল্যান্ড জুড়ে জারি পুলিশি তৎপরতা। সেই সঙ্গে সতর্ক লন্ডনে ভারতীয় দূতাবাসও। ভারতীয় নাগরিক ও ভারত থেকে ইংল্যান্ডে যাওয়া ব্যক্তিদের জন্য নির্দেশিকা জারি করল লন্ডনের ভারতীয় দূতাবাস।

নির্দেশিকা জারি করে দূতাবাস জানায়, ইংল্যান্ডের যে কোনও জায়গায় যাওয়ার আগে ভারতীয়রা যেন সেই জায়গা সম্পর্কে খোঁজ খবর নিয়ে রাখেন। স্থানীয় খবর নিয়ে সচেতন থাকার বার্তা দেওয়া হয়। সেই সঙ্গে স্থানীয় প্রশাসনের জারি করা নির্দেশিকার উপর সজাগ দৃষ্টি রেখে তবেই কোথাও যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। সেই সঙ্গে তাঁরা যে জায়গায় রয়েছেন সেখানেও সব সময় সতর্ক থাকার নির্দেশ জারি করে দূতাবাস। যে কোনও প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য আবেদন করা হয়। যে সব জায়গায় হিংসার ঘটনা ঘটছে সেখানে যাতায়াত না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

উত্তর ইংল্যান্ডে শিশু হত্যা থেকে ছড়ানো হিংসা বর্তমানে জাতি বিদ্বেষমূলক অরাজকতার চেহারা নিয়েছে। বিক্ষোভকারীদের রোষের শিকার হয়েছে নিরাপত্তাকর্মীরাও। আহত হয়েছেন বহু পুলিশকর্মী। দোকানপাটে লুঠপাট থেকে আগুন লাগানোর মতো বিরল হিংসা দেখা গিয়েছে রানির দেশে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার হিংসা ঠেকাতে নতুন আইন আনারও প্রস্তাব করতে চলেছেন। তবে তার মধ্যেই ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি নিয়ে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলেই জানিয়েছে দূতাবাস।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version