Sunday, May 4, 2025

ভিত্তিহীন খবর, আমার মা কোথাও আশ্রয় চাননি! স্পষ্ট জানালেন হাসিনা-পুত্র জয়

Date:

Share post:

কোনও দেশের কাছে আশ্রয় চাননি মা, স্পষ্ট দাবি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ছেলে সাজিব ওয়াজেদ জয়ের (Sajib Wajed Joy)। তিনি স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনা বিভিন্ন দেশের কাছে আশ্রয়ের জন্য অনুরোধ করেছেন বলে যে খবর ছড়িয়েছে তা একেবারেই ভিত্তিহীন। আমার মা কোথাও আশ্রয় চাননি। সময় যত গড়াচ্ছে ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলাদেশ। হিংসা থামার কোনও লক্ষণ তো চোখেই পড়ছে না, উল্টে তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে বড় বিপর্যয়ের মুখে পড়শি দেশ। ইতিমধ্যে সেখানে পতন হয়েছে হাসিনা সরকারের। পরিস্থিতির চাপে প্রধানমন্ত্রিত্বের পদ ছেড়ে দেশে থেকে পালিয়েছেন শেখ হাসিনা। তবে আপাতত ভারতেই রয়েছেন তিনি। এবার হাসিনাকে নিয়ে সমস্ত বিতর্কের জবাব দিলেন ছেলে জয়।

জয়ের দাবি, মাকে ব্রিটেন ও আমেরিকা আশ্রয়ের অনুমতি দিচ্ছে না বলে যে খবর রটেছে তা সত্যি নয়। বরং রাজনীতি থেকে অবসর নিয়ে এবার ৭৬ বছর বয়সী হাসিনা পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলে জানিয়েছেন তিনি। জয়ের দাবি, এবার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ফুরোলে আগেই তিনি অবসর নেবেন বলে পরিকল্পনা করেছিলেন। ঠিক করেছিলেন বাংলাদেশের রাজনীতির সঙ্গে আর জড়িত থাকবেন না। তবে তাঁর মা এখন কোথায় থাকবেন? সেই প্রশ্নের উত্তরে জয় খোলসা করে কিছু না বললেও জানান, আমি ওয়াশিংটনে থাকি। কাকিমা লন্ডনে থাকেন। বোন আবার দিল্লিতে থাকে। আমরা সত্যিই এই মুহূর্তে এর উত্তর জানি না। সম্ভবত মা এই তিন জায়গার মধ্যে যে কোনও জায়গায় যেতে পারেন।

আপাতত দিল্লিতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে আপাতত কিছুদিন সময় দিয়েছেন ভারত। দিল্লির সর্বদলীয় বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। মনিটরিং করছে ভারত। পড়শি দেশের অশান্তি নিয়ে রাজ্যসভায় ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...