Sunday, November 16, 2025

প্যারিসে একই ইভেন্টে টানা পঞ্চম সোনা জিতে ইতিহাসে কিউবার রেসলার মিহাইন লোপেজ

Date:

প্যারিসে ইতিহাস গড়লেন কিউবার রেসলার মিহাইন লোপেজ। অলিম্পিকের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে একই ইভেন্টে জিতলেন টানা পঞ্চম ব্যক্তিগত সোনা। অলিম্পিকের দুই কিংবদন্তি কার্ল লুইস কিংবা মাইকেল ফেলপসেরও এমন কীর্তি নেই। গতকাল রেসলিংয়ের ১৩০ কেজি গ্রেকো-রোমান ইভেন্টের ফাইনালে চিলির প্রতিনিধিত্ব করা কিউবান বংশোদ্ভূত ইয়াসমানি আকোস্তাকে হারিয়ে সোনা জেতেন ৪২ বছরের লোপেজ। এই জয়ের মধ্য দিয়ে লুইস ও ফেলপসের মতো কিংবদন্তীদের পেছনে ফেলে দিলেন লোপেজ।

এত দিন একটি ইভেন্টে টানা চারটি ব্যক্তিগত সোনা জয়ে লুইস (অ্যাথলেটিকস/লং জাম্প), মাইকেল ফেলপস (সাঁতার/২০০ মিটার মেডলি), কেটি লেডেকি (সাঁতার/৮০০ মিটার ফ্রিস্টাইল), আল ওয়েরতের (অ্যাথলেটিকস/ডিসকাস), পল এলভেস্ট্রম (সেইলিং) এবং কাউরি ইচোর (রেসলিং) পাশাপাশি ছিলেন লোপেজ। গতকাল তাঁদেরও ছাড়িয়ে গেলেন তিনি!২০২১ টোকিও অলিম্পিকের পর অবসর নিয়েছিলেন লোপেজ। কিন্তু রেকর্ডটি গড়তে আবারও রিংয়ে ফিরে আসেন তিনি। তিন বছর রেসলিংয়ের বাইরে থাকার পরও এবং চারবার মেরুদণ্ডের সমস্যায় ভুগেও প্যারিস অলিম্পিকের এই ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ইরানের বিশ্ব চ্যাম্পিয়ন আমিন মিরজাজাদেকে হারিয়ে চমকে দেন লোপেজ।

অলিম্পিকে লোপেজ ২২ জয়ের বিপরীতে হেরেছেন মাত্র একটি ম্যাচ। সেটা ২০০৪ এথেন্স অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। তাঁর কোচ রাউল ত্রুয়িল্লো বলেছেন, ‘গৌরব নিয়ে তার খুব একটা মাথাব্যথা নেই। নিজের আনন্দ এবং খেলার প্রতি ভালোবাসা থেকেই সে এটা করেছে। সৃষ্টিকর্তা যদি তাকে ইতিহাসের সেরা হওয়ার সুযোগ দেন, তবে কেন সে তার সদ্ব্যবহার করবে না?’এদিন জয়ের পরই খেলাটি থেকে অবসর নেন লোপেজ। অবসর নেওয়া রেসলারদের প্রথা অনুযায়ী নিজের জুতো জোড়া রেসলিং ম্যাটের মাঝে রাখেন।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version