Friday, January 30, 2026

বিনেশ ফোগতের সঙ্গে সাক্ষাৎ পিটি উষার,আইওএ-র পাশে থাকার আশ্বাস

Date:

Share post:

প্যারিস অলিম্পিক শুরুর মাস খানেক আগে কিরগিজস্তানে বসেছিল অলিম্পিকে যোগ্যতা অর্জনের পর্ব। সেই টুর্নামেন্ট খেলতে নামার আগে বিস্ফোরক অভিযোগ করেছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগত। তার অভিযোগ ছিল, ফেডারেশন কর্তা ব্রিজভূষণ সিং এবং সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে। তার অভিযোগ ছিল, অলিম্পিকে তাকে খেলতে দেওয়া হবে না। তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে,কিরগিজস্তান থেকে প্যারিস সেই ষড়যন্ত্র কি বাস্তবে পরিণত হল ? কারণ, অলিম্পিকের নিয়ম বলছে, পদক যখন নিশ্চিত হয়, তখন কোনও কুস্তিগিরের ওজনের হেরফের হলে সার্পোট স্টার্ফ চাইলে ওজন মাপার আগে তাকে আহত বলে ঘোষণা করতে পারেন। তাতে পদক নিশ্চিত থাকে। প্রশ্ন এখানে ওজন বাড়ার পরেও ভিনেশকে কেন আহত বলে ঘোষণা করা হল না ? তাহলে কী করছিলেন সাপোর্ট স্টার্ফরা ? ফাইনাল খেলতে নামার আগে ঠিক কত বেড়েছে বিনেশের ওজন ? প্রাথমিক ভাবে জানা গিয়েছিল ১০০ গ্রাম। কিন্তু পরের একটি সূত্রে দাবি করা হয়, প্রায় দু কেজি ওজনের হেরফের হয়েছিল। যা কমাতে এক রাতের মধ্যেই জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছিলেন সারা রাত। তাতে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন বিনেশ। চিকিৎসকদের দাবি, সারারাত কসরতের জেরেই অসুস্থ হন ভারতীয় কুস্তিগির। তার জেরেই তাকে প্যারিসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষা বলেন, অলিম্পিকে বিনেশ ফোগতের বাতিল হওয়া খুবই হতাশার। আমি অলিম্পিক গেমস ভিলেজের পলিক্লিনিকে বিনেশের সঙ্গে দেখা করেছি। আইওএর পক্ষ থেকে যে সব রকম ভাবে ওকে সমর্থন করা হবে সেটা আমি আশ্বস্ত করেছি। ভারত সরকার এবং দেশবাসী ওর পাশে রয়েছে।পিটি উষা জানান, United World Wrestling-কে ভারতীয় কুস্তি ফেডারেশন বিনেশের বাতিলের বিষয়টি নিয়ে পুনরায় ভাবার কথা জানিয়েছে। তিনি বলেন, ‘বিনেশকে আইওএর পক্ষ থেকে মেডিকেল ও ইমোশনাল সাপোর্ট দেওয়া হচ্ছে। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের কাছে বিনেশ ফোগতের বাতিল হওয়া বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছে। চিকিৎসক দিনশ পার্দিওয়ালার তত্ত্বাবধানে বিনেশের মেডিকেল টিম যে চেষ্টা করেছে, সেই ব্যাপারে আমরা অবগত। শেফ ডি মিশন গগন নারাং সারা রাত নজর রেখেছিলেন, বিনেশের কী কী প্রয়োজন।

 

spot_img

Related articles

নাজিরাবাদের শুভেন্দুর ‘শোক মিছিলে’ বাজল ডিজে! চোখে আঙুল দিয়ে দেখালো তৃণমূল

একটি মিছিল করবেন। আর তাতে পুলিশ অনুমতি দেয়নি বলে রাজ্য প্রশাসনের হাজারো ভুল তুলে ধরার চেষ্টা করছিলেন বিরোধী...

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...