Sunday, November 9, 2025

বিরোধীদের দাবির চাপে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হলো ওয়াকফ সংশোধনী বিল

Date:

বৃহস্পতিবার দুপুরেই সংসদে ওয়াকফ বিল পেশ হয়েছে। পেশ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তার পর তা সংখ্যালঘু মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে বলে সূত্রের খবর। তবে ওয়াকফ প্রসঙ্গ উত্থাপন করা মাত্রই সরব হয়েছেন বিরোধীরা। তাঁরা মনে করছেন, হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি উস্কে দিতেই ওই বিতর্কিত বিল পেশের পরিকল্পনা। এবার বিল সংশোধন উত্থাপনের বিরুদ্ধে নোটিশ দিলেন কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল এবং হিবি ইডেন। সংসদেও ভিন্ন ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করলেন তারা। বিভাজনের রাজনীতির আগুনে ঘি ঢালতেই এমন এক বিতর্কিত বিল পেশ করার পরিকল্পনা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মর্মে জানান, ‘এই বিল সংবিধান বিরোধী, গণতান্ত্রিক স্বার্থের পরিপন্থী, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী, বিভেদকামী’।

সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদের মতে, ‘বিলটি ওয়াকফ সম্পত্তি দখলের জন্য সরকারের একটি প্রচেষ্টা।’শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলছেন, ‘‘জোটের সকলের সঙ্গে আলোচনা করে বিলটি আনা হচ্ছে তো? জেডিইউ এবং টিডিপি কি এই ওয়াকফ বিল দেখেছে এবং বিল পাশে সম্মতি দিয়েছে? যদি তা না হয়ে থাকে তা হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শ করতে হবে। প্রয়োজনে সংশোধন করতে হবে বিল।’’

১৯৫৪ সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়। ১৯৯৫ সালে ওয়াকফ আইন সংশোধন করে ওয়াকফ বোর্ডের হাতে সবরকম ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে বিভিন্ন ক্ষেত্রে বোর্ডের অধিকার নিয়ে বিতর্ক চলছেই। এবার এই বিলে ৪৪টি সংশোধন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ওয়াকফ আইনের ধারা ৪০ অনুযায়ী, ওয়াকফ বোর্ডের যে কোনও সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ছিল। এই কারণে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বহু গরিব সংখ্যালঘুর সম্পত্তি, অন্য ধর্মালম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ ওঠে।

প্রসঙ্গত, প্রস্তাবিত সংশোধনটি গ্রাহ্য হলে এই আইনের নতুন নাম হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’। পুরনো আইনটির মধ্যে ৪৪টি সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে অন্যান্য সংশোধনগুলির মধ্যে একটি কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ছাড়াও প্রতি রাজ্যে মুসলিম মহিলা এবং অমুসলিমদের প্রতিনিধিত্ব নিয়েই বোর্ড গঠন করা হবে।

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version