Saturday, August 23, 2025

প্যারিস অলিম্পিক্সে সোনার পদক জয়, কয়েক মাস আগে ঠিক মতন অনুশীলন করতে পারছিলেন না নাদিম

Date:

গতকাল ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক জয় করেন পাকিস্তানের আরশাদ নাদিম। ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নতুন অলিম্পিক্স রেকর্ডের পাশাপাশি সোনার পদক জয় করেন তিনি। এর সুবাদে পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসাবে অলিম্পিক্সে ব্যক্তিগত সোনা জিতলেন নাদিম। পাকিস্তানের ক্রীড়া ইতিহাসে নতুন ইতিহাস লেখেন তিনি।

অলিম্পিক্সে ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো। শেষ প্রচেষ্টাতেও নাদিম থ্রো করেছেন ৯১ মিটারের বেশি দূরত্বে। অলিম্পিক্সের যাত্রাপথ সুগম হলেও, তার আগের যাত্রা বেশ কঠিণই ছিল পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ারের। কয়েক মাস আগে ঠিক মতো অনুশীলন করতে পারছিলেন না নাদিম। আধুনিক একটিও জ্যাভলিন ছিল না তাঁর কাছে। গত সাত আট বছর ধরে একটি জ্যাভলিন নিয়েই বিভিন্ন প্রতিযোগিতায় নামছিলেন আরশাদ। যেই সমস্যার কথা পাঁচ মাস আগে জানিয়েছিলেন পাক অ্যাথলিট। তারপর নাদিমের সমস্যার সমাধান হয়। গত কয়েক মাস নিজেকে অনুশীলনে ডুবিয়ে রাখেন নাদিম। আর যার ফল গতকাল রাতে পেলেন তিনি।

নাদিমের এই থ্রোয়ে নীরজ-সহ ভারতবাসীর আশায় জল ঢেলেছে। তবে নাদিমের সঙ্গে নীরজের প্রতিযোগিতা ছেলেবেলা থেকেই। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছেন তাঁরা। এর আগে সব ক্ষেত্রেই বাজিমাত করেছেন নীরজ। তবে গতকাল তা হল না। তবে জানেন কি এই নাদিমের ছোটবেলায় স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হওয়ার। বাবার কাছে একটা ব্যাট আর বল-ও চেয়েছিলেন। খেলেছিলেন টেপ বল ক্রিকেট। বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টেও খেলেছেন। তবে হঠাৎই নিজের ট্রাক বদলে ফেলেন নাদিম। যদিও সেটা আশির্বাদ হয়েছে বলেই জানান প্যারিস অলিম্পিক্সের সোনার পদকজয়ী। তিনি বলেছিলেন, “ ক্রিকেটার না হওয়া আমার জীবনে আশীর্বাদের মতো। ক্রিকেটার হয়ে গেলে আমার আর অলিম্পিক্সে অংশ নেওয়াই হতো না।”

আরও পড়ুন- সোনা হাতছাড়া, অলিম্পিক্সে রুপো জয় করে কী বললেন নীরজ ?


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version