যেখানে যান সেখানকার সংস্কৃতিকে আপন করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হল না। অনুষ্ঠানে আদিবাসী পোশাক পরে নাচের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম (Jhargram) জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন, প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সোরেন, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, জেলাশাসক সুনীল আগরওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিনহা-সহ বিশিষ্টরা।
বিশ্ব আদিবাসী দিবসে সমাজের সর্বস্তরের মানুষজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বলেন, ৯ অগাস্ট একটি বিশেষ দিন। বিশ্ব আদিবাসী দিবসের পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলনের দিন। ১৯৪২ সালের ৯ অগাস্ট জাতির জনক মহাত্মা গান্ধী ইংরেজদের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন ইংরেজি তুমি ভারত ছাড়ো। স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর। মেদিনীপুরের মাটিতে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেমচন্দ্র কানুনগো, সতীশ সামন্তর মতো মানুষ জন্মগ্রহণ করেছিলেন। যাঁরা আজও আমাদের সকলের কাছে প্রণম্য। ভারতে ৯ অগাস্টের গুরুত্ব আলাদা।