Saturday, November 8, 2025

শেষযাত্রার প্রথম গন্তব্য বিধানসভা, আজ বিকেলে NRS হাসপাতালে বুদ্ধদেবের দেহদান!

Date:

Share post:

প্রিয় শহরের বইমেলা আর সংস্কৃতির ‘নন্দন’কে পিছনে ফেলে আজ রাজপথের শেষযাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলার বাম যুগের শেষ মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। বর্ষার মেঘলা আকাশের নীচে পড়ে রইলো তাঁর প্রিয় নন্দন (Nandan)। পছন্দের শহরে বইমেলার গন্ধ আর তাঁর কাছে পৌঁছবে না। আজই তিলোত্তমায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Buddhadeb Bhattacharya) অন্তিম সফর। সামিল হতে চান রাজনীতি থেকে সাহিত্য, সাংস্কৃতিক জগতের বহু মানুষ। বৃহস্পতিবার দুপুরেই বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বের মরদেহ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ শেষযাত্রা শুরু হবে রাজ্য বিধানসভার (Assembly) উদ্দেশে। দুবারের মুখ্যমন্ত্রী যে ইমারতের প্রতিটি প্রান্তে হেঁটে বেরিয়েছেন আজ সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেখানেই শায়িত থাকবে তাঁর নিথর দেহ। দল-রং নির্বিশেষে বিধায়ক, মন্ত্রীরা শেষ শ্রদ্ধা জানাবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেখান থেকে বেলা ১২টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে (Alimuddin Street)।

বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা অধ্যায়ের সমাপ্তি ঘটলো। বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পাওয়া মাত্রই পাম অ্যাভিনিউ এর বাড়িতে ছুটে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও (CV Anand Bose)। শুক্রবার সকালেই সিপিএমের সর্বভারতীয় নেতারা কলকাতায় পৌঁছবেন। প্রকাশ কারাট, বৃন্দা কারাট, এমএ বেবিরা আসবেন দিল্লি থেকে। আগরতলা থেকে কলকাতায় পৌঁছবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শারীরিক সমস্যার কারণে সীতারাম ইয়েচুরি আজ কলকাতায় আসছেন না বলেই খবর। বিকেল তিনটে পর্যন্ত সিপিএমের রাজ্য দফতরে থাকার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের দফতর দীনেশ মজুমদার ভবনে। সেখানে ১৫ মিনিটের জন্য শ্রদ্ধা জ্ঞাপনের সময় পাবেন নেতা কর্মীরা। পৌনে চারটে নাগাদ শববাহী শকেট রওনা দেবে শিয়ালদহের এনআরএস হাসপাতালের দিকে। সেখানেই বাম শাসনকালের শেষ সেনাপতি তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হবে।


spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...