অগাস্ট মানেই স্বাধীনতার মাস। আজ থেকে ৮২ বছর সংগঠিত ভারত ছাড়ো আন্দোলন (Quit India Movement) দেশ থেকে ব্রিটিশ বিদায়ের যে লড়াইকে পূর্ণতা দিয়েছিল তার ফলশ্রুতি হিসেবেই ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারতের নতুন জয়যাত্রা শুরু হয়। তাই প্রত্যেক বছর ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে লড়াকু দেশনেতাদের প্রতি সম্মান জ্ঞাপন করা হয়। সেই দিনটিকে স্মরণ করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, ‘১৯৪২ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকীতে অভিনন্দন জানাই এই দেশের স্বাধীনতার জন্য চূড়ান্ত সংগ্রামের সূচনা করার জন্য এবং লক্ষ লক্ষ সাহসী নর-নারীকে মাতৃভূমির জন্য লড়াই করতে অনুপ্রাণিত করার জন্য। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।’

