মেয়েটার সোনা আনার কথা ছিল। যে একাগ্রতা নিয়ে খেলছিল, তাঁর স্বপ্নপূরণ হতই। কিন্তু কেন সোনা আনতে পারল না? কদিন পরেই সব জানতে পারবেন। শুক্রবার, ঝাড়গ্রামে (Jhargram) বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে কুস্তিগির ভিনেশ ভোগতের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অলিম্পিকে ভিনেশ ফোগতের (Vinesh Phogat) লড়াইকে কুর্নিশ জানান তিনি। সেইসঙ্গে তিনি বিশ্ব আদিবাসী দিবসে তিনি আশা প্রকাশ করেন ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি থেকে যুবক-যুবতীরা একদিন অলিম্পিকে যাবেন।
আশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, “আমি বিশ্বাস করি ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি থেকে একদিন আমাদের মেয়েরা অলিম্পিকে যাবে। তারা অলিম্পিক জয় করবে। সেই উদ্দেশেই কিন্তু এগুলো করা হয়েছে।”
ঝাড়গ্রামের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, অলচিকি স্কুল তৈরি করা হচ্ছে। ঝাড়গ্রাম জেলা এখন স্বনির্ভর জেলা। আগামী দিনে ‘ঘাটাল মাস্টার’ পরিকল্পনার কথাও জানান তিনি।