Friday, January 30, 2026

ঝাড়গ্রামে হবে টাইগার সাফারি: বিশ্ব আদিবাসী দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মিনি চিড়িয়াখানা হয়েছে। এবার ঝাড়গ্রামে ১০কোটি টাকা খরচ করে ৬৪ একর জমিতে হবে টাইগার সাফারি। শুক্রবার, ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে জানান, নিউটাউনের মতো কালিম্পং ও ঝাড়গ্রামেও (Jhargram) আদিবাসী ভবন তৈরি হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য ১৫০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শিলান্যাস করা হয় একগুচ্ছ প্রকল্পের। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।এদিন ‘ভারত ছাড়ো দিবস’ উপলক্ষ্যে সকালেই স্যোশাল মিডিয়া পোস্ট করেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের সভা থেকেও সেকথা উল্লেখ করে মমতা বলেন, “অন্যান্য জেলাতেও আদিবাসী দিবস পালন করা হচ্ছে। আজ গান্ধীজি দেশ স্বাধীন করার আগে ইংরেজ তুমি ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন। এটা স্বাধীনতার মাটি। এই মাটিতে স্বাধীনতা এর অনেক রক্ত আছে। অনেক আদিবাসী আছেন। তাঁদের নাম সংগ্রহ করছি, অনেকেই আছেন যাঁরা আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁদের নাম নথিবদ্ধ করব বইতে।”

ক্ষমতায় আসার পর থেকে বাংলার পর্যটনের উন্নয়নে জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে জঙ্গলমহলে ঢেলে সেজেছে পর্যটন। এদিন ঝাড়গ্রামের অনুষ্ঠান মঞ্চে থেকে সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা অনেক প্রকল্প করেছি। জঙ্গলমহল পুরোটাই ট্যুরিজম সার্কিট। আগামী দিনে আরও ট্যুরিজম সার্কিট করার জন্য চিড়িয়াখানার পাশে ৬৪ একর জমি আছে। সেখানে একটা টাইগার সাফারি করব ১০ কোটি টাকা খরচ করে। যাতে আরও টুরিস্ট আসে, দেখতে পায়।”

একসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, চিড়িখানার পাশে ঝাড়গ্রাম জেলায় একটা শপিং মল হবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর জিনিস বিক্রি হবে। হবে একটি সিনেমা হলও। জানান, ”২৩টি জেলায় এই ভাবেই আমরা করেছি। জমিও আমরা পেয়ে গেছি।”






spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...