Friday, November 7, 2025

ঝাড়গ্রামে হবে টাইগার সাফারি: বিশ্ব আদিবাসী দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মিনি চিড়িয়াখানা হয়েছে। এবার ঝাড়গ্রামে ১০কোটি টাকা খরচ করে ৬৪ একর জমিতে হবে টাইগার সাফারি। শুক্রবার, ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে জানান, নিউটাউনের মতো কালিম্পং ও ঝাড়গ্রামেও (Jhargram) আদিবাসী ভবন তৈরি হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য ১৫০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শিলান্যাস করা হয় একগুচ্ছ প্রকল্পের। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।এদিন ‘ভারত ছাড়ো দিবস’ উপলক্ষ্যে সকালেই স্যোশাল মিডিয়া পোস্ট করেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের সভা থেকেও সেকথা উল্লেখ করে মমতা বলেন, “অন্যান্য জেলাতেও আদিবাসী দিবস পালন করা হচ্ছে। আজ গান্ধীজি দেশ স্বাধীন করার আগে ইংরেজ তুমি ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন। এটা স্বাধীনতার মাটি। এই মাটিতে স্বাধীনতা এর অনেক রক্ত আছে। অনেক আদিবাসী আছেন। তাঁদের নাম সংগ্রহ করছি, অনেকেই আছেন যাঁরা আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁদের নাম নথিবদ্ধ করব বইতে।”

ক্ষমতায় আসার পর থেকে বাংলার পর্যটনের উন্নয়নে জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে জঙ্গলমহলে ঢেলে সেজেছে পর্যটন। এদিন ঝাড়গ্রামের অনুষ্ঠান মঞ্চে থেকে সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা অনেক প্রকল্প করেছি। জঙ্গলমহল পুরোটাই ট্যুরিজম সার্কিট। আগামী দিনে আরও ট্যুরিজম সার্কিট করার জন্য চিড়িয়াখানার পাশে ৬৪ একর জমি আছে। সেখানে একটা টাইগার সাফারি করব ১০ কোটি টাকা খরচ করে। যাতে আরও টুরিস্ট আসে, দেখতে পায়।”

একসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, চিড়িখানার পাশে ঝাড়গ্রাম জেলায় একটা শপিং মল হবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর জিনিস বিক্রি হবে। হবে একটি সিনেমা হলও। জানান, ”২৩টি জেলায় এই ভাবেই আমরা করেছি। জমিও আমরা পেয়ে গেছি।”






spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...