Thursday, August 21, 2025

আর জি কর-ই উদাহরণ! ভাতারে মহিলা ডাক্তারকে হুমকি সিভিকের, গ্রেফতার

Date:

সিভিক ভলান্টিয়ারের হাতে ধর্ষিতা ও খুন আর জি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসক। গোটা রাজ্য যখন এই ঘটনায় শিউরে উঠেছে, কড়া ভাষায় নিন্দা করেছে, তখন এই ঘটনাই ‘অনুপ্রাণিত’ করল রাজ্যের আরেক সিভিক ভলান্টিয়ারকে। কর্তব্যরত মহিলা ডাক্তারকে আর জি করের ঘটনা স্মরণ করিয়ে হুমকি দিতেই তার ঠাঁই হল শ্রীঘরে। ঘটনায় প্রতিবাদে সামিল হন ভাতার স্টেট জেনারেল হাসপাতাল ও ভাতার ব্লকের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

শুক্রবার রাতে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে তীর্থযাত্রীদের প্রবল চাপ চলছিল। সেই সময় অন্যান্য ডাক্তারদের সঙ্গে ডিউটিতে ছিলেন এক মহিলা ডাক্তারও। রাত দুটো নাগাদ এক সিভিক ভলান্টিয়ার হাসপাতালে পেটে ব্যাথা ও মাথা ঘোরার সমস্যা নিয়ে হাসপাতালে আসে। অভিযোগকারিনী ডাক্তার তাকে দেখে প্রাথমিক চিকিৎসা করে দেন। তারপরেও ডাক্তারের উপর চড়াও হয়। মহিলা ডাক্তারকে হুমকি দেয়, আর জি করে কী হয়েছে জানেন তো, এই কথা বলে।

নির্যাতিতা ডাক্তার দ্রুত অভিযোগ জানান কর্তৃপক্ষকে। শনিবার সকালে প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তাররা। ভাতার থানায় গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানানো হয়। ভাতার ব্লকের স্বাস্থ্য আধিকারিক জানান, “চিকিৎসকেরা আর জি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন। এই আবহে ভাতারে এক সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় আমাদের এক মহিলা চিকিৎসকের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন। আরজি করের মতো ঘটনা ঘটানোর হুমকি দিয়েছেন। আমরা চাই, অবিলম্বে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হোক।”

পুলিশ জানায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম সুশান্ত রায়। ডাক্তারদের অভিযোগ পেয়েই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদের পাশাপাশি আর জি করের ঘটনার প্রতিবাদেও কর্মবিরতি পালন করেন ডাক্তাররা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version