‘নীরজের জন্যই জ্যাভলিনের কথা জানতে পারি’ : সাইনা

জ্যাভলিন বলে যে প্রতিযোগিতা আছে, তা জানতেনই না ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। নীরজ চোপড়া ২০২১ সালে অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা পাওয়ার পর জ্যাভলিন সম্পর্কে জানতে পারেন সাইনা। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী শাটলার।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সাইনা বলেন, “ টোকিও অলিম্পিক্সে নীরজ যখন সোনা জিতল, তখন আমি জানলাম জ্যাভলিন বলে অ্যাথলেটিক্সে একটা ইভেন্ট রয়েছে। ” ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। প্যারিস অলিম্পিক্সে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সোনা জিতে নিয়েছেন পাকিস্তান আরশাদ নাদিম।

অপরদিকে ১২ বছর আগে লন্ডন অলিম্পিক্স থেকে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন সাইনা নেহওয়াল। তিনবার অলিম্পিক্স খেলেছেন তিনি। কমনওয়েলথ গেমসে তিন বার সোনা জিতেছেন সাইনা।

আরও পড়ুন- ভারতীয় দলকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে জনতার ঢল, চলল সেলিব্রেশন