আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের নৃশংস ঘটনা নিয়ে শুক্রবার থেকেই ঘোলাজলে মাছ ধরতে শুরু দিয়েছে বিজেপি-সহ বিরোধীরা। শনিবার, দক্ষ প্রশাসকের মতো কড়া অবস্থানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তাও তাঁকে নিশানা করেন বিজেপির (BJP) আইটি সেলের আহ্বায়কব অমিত মালব্য (Amit Malabya)। পাল্টা তাঁকে উন্নাও, হাথরস মনে করান তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
আরজিকর প্রসঙ্গে এদিন সকালেই কড়া বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে নেওয়ার নির্দেশ দিয়েছি। যদিও আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই, তবে এক্ষেত্রে প্রয়োজনে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হবে। তাদের কঠোরতম শাস্তি পাওয়া উচিত।”
সেই প্রসঙ্গে টেনে কুণাল বলেন, “আরে মুখ্যমন্ত্রী তো স্পষ্ট করে বলেই দিয়েছেন, সিবিআই তদন্ত হোক বা যে কোনও তদন্ত হোক, আমাদের কোনও আপত্তি নেই। তারপরেও এ ধরনের কথা বলার অর্থ, যেন তেন প্রকারেন উনি প্রচারে থাকতে চাইছেন।”