Friday, November 14, 2025

খুনি-ধর্ষকদের এনকাউন্টারের আইন আনা হোক: বিস্ফোরক দাবি অভিষেকের

Date:

আর জি কর-এ তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা নারকীয়-মর্মান্তিক। এই ধরনের ঘটনা আটকাতে খুনি-ধর্ষকদের ৭ দিনের মধ্যে এনকাউন্টার বা ফাঁসি দেওয়ার আইন আনা হোক। শনিবার, ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক শেষে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অভিষেক স্পষ্ট জানান, “এমন মানুষের বেঁচে থাকার অধিকার নেই।“ এই বিষয়ে আইনসভায় আইন আনুক বিজেপি। তৃণমূল সমর্থন করবে। স্পষ্ট অবস্থান জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- অবাঞ্ছিত! পুরো সিভিক ভলান্টিয়ার সমাজকে মেশানো ঠিক না, দাবি কুণালের

এই বিষয়ে আইন সংশোধনের দাবি তোলেন অভিষেক। বলেন, “এমন মানুষের কি বেঁচে থাকার কোনও অধিকার আছে? এখন মামলা রুজু হয়েছে, কেস চলবে। কিন্তু বিজেপি সরকারের উচিত এমন অপরাধ রুখতে আইন সংশোধন করা। স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই।“ তৃণমূলের সাংসদ স্পষ্ট জানান, এই নিয়ে রাজনীতি না করে বিজেপির উচিত অর্ডিন্যান্স করে আইন সংশোধন করা উচিত। সেই বিল তৃণমূল, কংগ্রেস, সিপিএম-সহ বাকিদের সমর্থন করা উচিত। এমন আইন করা উচিত যাতে তথ্য-প্রমাণ থাকলে ৭ দিনের মধ্যে ধর্ষক-খুনিকে এনকাউন্টার বা ফাঁসি দেওয়া যায়। কটা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ইডিকে নিয়ে কেন্দ্র অর্ডিন্যান্স আনতে পারে, আর এই মামলা নিয়ে আনতে পারে না!

অভিষেক বলেন, আরজি করের ঘটনা নারকীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের অবস্থান জানিয়েছেন। কিন্তু অভিষেকের মতে, আমাদের দেশের আইন হাত বেঁধে রাখে। এই সব লোকেদের সমাজে থাকার অধিকার নেই। যে এই নারকীয় ঘটনা ঘটিয়েছে, সে সিভিক ভলেন্টিয়র! এই প্রেক্ষিতে অভিষেক বলেন, ধর্ষকের কোনও জাত হয় না। যে ধর্ষক-খুনি তার সমাজে থাকার অধিকার নেই। চার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তৃণমূল সাংসদ বলেন, একজন মায়ের কোল খালি হল। বাবা তাঁর কন্যা হারল। কোনও ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না! কেন রাত দশটার পরে হাসপাতালে বহিরাগত ঢুকবে? তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিষেক।

আর জি কর কাণ্ড প্রসঙ্গে উত্তরপ্রদেশের হাথরাস, উন্নাও, গুজরাটের বিলকিস বানোর ঘটনার উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, একাধিক রাজ্যেই এমন ঘটনা ঘটে। হাথরাসের কথা সকলের মনে আছে। সেখানে তো মৃতদেহের খোঁজ মেলেনি। এই ঘটনা এখন যদি উত্তরপ্রদেশে হত তাহলে দেহ মিলত না। বিলকিস বানোর ঘটনাতেও সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তৃণমূল সাংসদ বলছেন, ”উন্নাও, হাথরাস, নির্ভয়া সমষ্টিগত ব্যর্থতা। রাজনীতি না করে আমাদের সকলের একজোট হয়ে এর বিরোধিতা করা উচিত।” সব শেষে তৃণমূল সাংসদ বলেন, এত সবের পরেও এই ঘটনা থামছে না। কারণ, আইন ও মানুষের মানসিকতার পরবর্তন প্রয়োজন।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version