Wednesday, November 12, 2025

ওয়েনাড় ঘুরলেন, কিন্তু নতুন কোনও আশ্বাস দিলেন না নরেন্দ্র মোদি!

Date:

ভূমিধ্বসে বিধ্বস্ত ওয়েনাড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘর-বাড়ি, স্বজন হারানো হাজার হাজার পরিবারের মানুষ আশায় বুক বেঁধেছিলেন হয়তো প্রধানমন্ত্রীর সফরের হাত ধরেই হারিয়ে ফেলা জীবনে একটু হলেও আশার আলো দেখবেন তাঁরা। কিন্তু আকাশপথে ঘুরে ঘুরে শেষে ওয়েনাড়ের জন্য কোনও বিশেষ কথা শোনাতে পারলেন না দেশের প্রধানমন্ত্রী। এমনকি লোকসভার বিরোধী দলনেতা ওয়েনাড়ের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করার যে দাবি লোকসভায় জানিয়েছিলেন, সেই প্রত্যাশাও পূরণ করতে পারলেন না নরেন্দ্র মোদি।

ওয়েনাড়ের চুড়ালমালা ও মুন্ডাক্কাই এলাকায় যে ভূমিধ্বস হয় ৩০ জুলাই, তার উদ্ধার কাজ শনিবারই সম্পন্ন বলে ঘোষণা করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শনিবার সকালে বিধ্বস্ত ওয়েনাড় পরিদর্শনে যান নরেন্দ্র মোদি। প্রথমে আকাশ পথে পরিদর্শন করেন তিনি। পরে পায়ে হেঁটে খানিকটা এলাকা ঘুরে দেখেন তিনি। দেখা করেন আশ্রয় শিবিরে থাকা স্থানীয় গৃহহারা মানুষের সঙ্গে। এরপর প্রশাসনিক আধিকারিকদের থেকে ওয়েনাড়ের পরিস্থিতি, উদ্ধারকাজ, পরিস্থিতির পর্যালোচনা করেন আধিকারিকদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপি।

তবে গোটা পরিদর্শন ও পর্যালোচনার পরে নরেন্দ্র মোদি শুধুই বললেন, “এই বিপর্যয় স্বাভাবিক নয়। হাজার হাজার পরিবারের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। আমি ঘটনাস্থলের পরিস্থিতি দেখেছি। ত্রাণশিবিরে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেছি যাঁরা এই বিপর্যয়ের সম্মুখিন হয়েছেন। আহতদের সঙ্গে হাসপাতালেও দেখা করেছি।” তবে সবকিছুর শেষে তিনি শুধু ঘোষণা করেন, “আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে ভারত এবং কেন্দ্রের সরকার আপনাদের জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখবে না।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version