Wednesday, August 20, 2025

চিকিৎসক তরুণীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়, ‘বিচার’ চাইছে টলিউডও 

Date:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) কর্তব্যরত মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যু ঘিরে যখন তোলপাড় রাজ্য তখন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী টলিউডের (Tollywood ) অভিনেতা অভিনেত্রীরা। ‘হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? তাহলে কোথায় যাব’ প্রশ্ন তুললেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। নক্কারজনক ঘটনার সঠিক বিচার চাই সোশ্যাল মিডিয়ায় দাবি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)।

ট্রেনি ডাক্তারের মৃত্যুর ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে টলিউড। ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রকৃত দোষীর কঠোরতম শাস্তি দাবি করেছেন সৃজিত, স্বস্তিকা, কিঞ্জল, রূপাঞ্জনা-সহ অনেকেই। আর জি কর হাসপাতালে পিজিটি চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। মৃতার পাশে দাঁড়িয়েছে বাংলা বিনোদন জগতের সংবেদনশীল অভিনেতা-অভিনেত্রীরা। সেলিব্রেটিদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জ্বলজ্বল করছে দুটো শব্দ – ‘বিচার চাই’। স্বস্তিকা বলছেন এই ঘটনার নিন্দা করার মত ভাষা নেই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘এ বার আর মেয়েটার দোষ, সে ভুল ভাবে, ভুল সময়ে, ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না।’ প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনাও (Rupanjana Mitra)। তাঁর স্পষ্ট কথা এ বারের বিচার হোক অপরাধীদের কাছে শিক্ষণীয়। চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda) আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্র। স্ত্রী এবং কন্যা সন্তানের নিরাপত্তা নিয়ে ভয় বুক কাঁপছে তাঁর। সমাজমাধ্যমে সেই অনুভূতি ব্যক্ত করলেন অভিনেতা। জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বরাবরই সামাজিক যে কোনও ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে থাকেন।তিনি লিখেছেন, “আমার শহর কুণ্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে; পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে…”। আরেক পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী (Anindita Sarbadhikari) কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি এক চিকিৎসকের পোস্ট ভাগ করে নিয়ে লিখেছেন, “একটা শরীরকে ভোগ করে মেরে ফেলার এই যে পৈশাচিক আনন্দ, এটা শেষ হতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই! কঠিন শাস্তি!” আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারকে ধর্ষণ করে খুনের অভিযোগে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে সকালেই গ্রেফতার করেছে পুলিশ।


Related articles

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...
Exit mobile version