উত্তপ্ত উপত্যকা, ফের সেনা-জঙ্গি সংঘর্ষে প্রাণ গেল ভারতীয় জওয়ানদের। অনন্তনাগে এনকাউন্টারে (Encounter in Anantnag) শহিদ হলেন দুই সেনা। এই নিয়ে কোকেরনাগের জঙ্গলে দ্বিতীয়বার এনকাউন্টার হল। গুলির লড়াইয়ে জখম দুই সাধারণ নাগরিকসহ আরও এক জওয়ান।

শনিবার দুপুরে সেনাবাহিনী যখন রুটিন পেট্রোলিং করার সময় অতর্কিতে জঙ্গি হামলা হয়। পাল্টা জবাব দেয় জওয়ানরা। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার আহলান গাদোল এলাকায় এনকাউন্টার শুরু হয়।ভারতীয় সেনার (Indian Army) চিনার কর্পসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী সেনাবাহিনীর প্যারাট্রুপের এখনও অভিযান জারি রয়েছে।
