Tuesday, November 4, 2025

কেন্দ্রের কাছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দাবি, সোমে কর্মবিরতিতে দেশের চিকিৎসকরা

Date:

আর জি করের ঘটনার প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতিতে সামিল হচ্ছে গোটা দেশের চিকিৎসক সমাজ। কেন্দ্র সরকার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সংক্রান্ত যে আইন কার্যকর করতে পারেনি, তা দ্রুত প্রণয়নের দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর ডাক্তাররা। সেই সঙ্গে আর জি করের ঘটনায় সুষ্ঠু বিচার ও নিহত ডাক্তারের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা। উপযুক্ত কমিটি গঠন করে যাতে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি রক্ষিত হয়, তার বিচার করেই আইন প্রণয়নের দাবি জানান তাঁরা।

সর্বভারতীয় স্তরের পড়ুয়া ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে আর জি কর হাসপাতালের আন্দোলনরত ডাক্তারদের পাশেও দাঁড়ানো হয়। তাঁদের সব দাবির মান্যতা দেওয়ার দাবিও জানান সর্বভারতীয় ডাক্তাররা। এই ঘটনায় ডাক্তারদের নিজেদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি কতটা বিপদে তার প্রমাণ মিলেছে বলে জানান তাঁরা। সেই সঙ্গে তরুণী ডাক্তারের বিচার দাবি করেন তাঁরা।

কেন্দ্রের সরকারের কাছে তাঁদের দাবি, অবিলম্বে গোটা দেশের সব হাসপাতালের জন্য অভিন্ন নিরাপত্তা নীতি প্রয়োগ করুক কেন্দ্র সরকার। সেই সঙ্গে সেই নীতি পালন হচ্ছে কিনা তা নিয়েও নিশ্চয়তা দাবি করেন তাঁরা। সেন্ট্রাল হেলথকেয়ার প্রোটেকশন অ্যাক্ট কার্যকর করার দাবি এই আন্দোলনের মধ্যে দিয়েই জোরালো করেন দেশের ডাক্তারদের সংগঠন। তাঁরা দাবি জানান, এই আইন তৈরি করার জন্য উপযুক্ত কমিটি গঠন হোক। সেই কমিটিতে অবশ্যই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সদস্য ও সংগঠনগুলির সদস্য রাখতে হবে, দাবি সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version