কেন্দ্রের কাছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দাবি, সোমে কর্মবিরতিতে দেশের চিকিৎসকরা

কেন্দ্রের সরকারের কাছে তাঁদের দাবি, অবিলম্বে গোটা দেশের সব হাসপাতালের জন্য অভিন্ন নিরাপত্তা নীতি প্রয়োগ করুক কেন্দ্র সরকার

0
2

আর জি করের ঘটনার প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতিতে সামিল হচ্ছে গোটা দেশের চিকিৎসক সমাজ। কেন্দ্র সরকার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সংক্রান্ত যে আইন কার্যকর করতে পারেনি, তা দ্রুত প্রণয়নের দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর ডাক্তাররা। সেই সঙ্গে আর জি করের ঘটনায় সুষ্ঠু বিচার ও নিহত ডাক্তারের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা। উপযুক্ত কমিটি গঠন করে যাতে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি রক্ষিত হয়, তার বিচার করেই আইন প্রণয়নের দাবি জানান তাঁরা।

সর্বভারতীয় স্তরের পড়ুয়া ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে আর জি কর হাসপাতালের আন্দোলনরত ডাক্তারদের পাশেও দাঁড়ানো হয়। তাঁদের সব দাবির মান্যতা দেওয়ার দাবিও জানান সর্বভারতীয় ডাক্তাররা। এই ঘটনায় ডাক্তারদের নিজেদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি কতটা বিপদে তার প্রমাণ মিলেছে বলে জানান তাঁরা। সেই সঙ্গে তরুণী ডাক্তারের বিচার দাবি করেন তাঁরা।

কেন্দ্রের সরকারের কাছে তাঁদের দাবি, অবিলম্বে গোটা দেশের সব হাসপাতালের জন্য অভিন্ন নিরাপত্তা নীতি প্রয়োগ করুক কেন্দ্র সরকার। সেই সঙ্গে সেই নীতি পালন হচ্ছে কিনা তা নিয়েও নিশ্চয়তা দাবি করেন তাঁরা। সেন্ট্রাল হেলথকেয়ার প্রোটেকশন অ্যাক্ট কার্যকর করার দাবি এই আন্দোলনের মধ্যে দিয়েই জোরালো করেন দেশের ডাক্তারদের সংগঠন। তাঁরা দাবি জানান, এই আইন তৈরি করার জন্য উপযুক্ত কমিটি গঠন হোক। সেই কমিটিতে অবশ্যই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সদস্য ও সংগঠনগুলির সদস্য রাখতে হবে, দাবি সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের।