আর জি কর-কাণ্ডে পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সোদপুরে মৃতার বাবা-মায়ের সঙ্গে দেখা করে একথা জানান মুখ্যমন্ত্রী। আর তাঁর পাশে দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vinit Goyel) আশ্বাস দেন আর কেউ এই ঘটনায় জড়িত থাকলে ৪-৫দিনে গ্রেফতার হবে।
পুলিশ কমিশনার বলেন, “যদি আরও কেউ জড়িত থাকেন, আমি নিশ্চিত আগামী চার-পাঁচ দিনের মধ্যে পুলিশ তাঁদের গ্রেফতার করতে পারবে। তার পরও যদি পরিবার সন্তুষ্ট না থাকে, সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা-ই হবে।”